কারেন্ট অ্যাফেয়ার্স ১ নভেম্বর ২০২৩

288
0
Yogashree Scheme West Bengal
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • গাজায় একের পর এক বসতি এলাকায় ইজরায়েল বোমা ফেলছে বলে অভিযোগ। একটি শরণার্থী শিবিরে ইজরায়েলের বিমান বাহিনী বোমা ফেলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে কাতারের একজন সাংবাদিকের পরিবারের উনিশ জন সদস্য রয়েছেন বলে জানা গেছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, চলতি সংঘর্ষে গাজায় নয় হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের অর্ধেকের বেশি শিশু ও মহিলা। অন্যদিকে মিশর জানিয়েছে, গাজার শরণার্থীদের তারা আশ্রয় দেবে না। কারণ যুদ্ধের পরও ইজরায়েল তাদের গাজায় প্রবেশ করতে দেবে না।
  • ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য পেট্রোল বোমা ছোড়া হল বাংলাদেশে। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ট্রেনটি। এদিন দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের পাবনা জেলায় পৌঁছনোর পরই ঘটনাটি ঘটে। ঈশ্বরডি জাংশনের কাছে পেট্রোল বোমা ছোড়া হয় । তবে কেউ হতাহত হননি।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু ) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন আঞ্চলিক ডিরেক্টর নিযুক্ত হলেন সাইমা ওয়াজেদ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।
জাতীয়
  • ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী। আখাউড়া – আগরতলা রেল যোগাযোগ, খুলনা – মংলা বন্দর রেল যোগাযোগ ও রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রটির ২ নম্বর ইউনিটের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মনিপুরের মোরে এলাকায় এসডিপিও আনন্দ কুমারকে গুলি করে হত্যার ঘটনায় ভারত মায়ানমার সীমান্ত থেকে মায়ানমারের ৩২ জন নাগরিককে গ্রেপ্তার করল মনিপুর পুলিশ। তারা কুকি জঙ্গি বলে জানা গেছে।
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের কথা জাতীয় সঙ্গীত অবমাননার মামলা খারিজ হয়ে গেল। মুম্বইয়ের মাঝেগাঁও নগর দায়রা আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসিবি কালে তাঁর রায়ে জানিয়েছেন , ২০২১ সালে মুম্বইয়ের একটি কর্মসূচিতে মমতা জাতীয় সঙ্গীত গাননি। আবৃত্তি করেছিলেন। প্রসঙ্গত, ২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্তরাও চহ্বাণ প্রেক্ষাগৃহে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা। কর্মসূচির শেষে চেয়ারে বসেই তিনি জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছিলেন বলে অভিযোগ।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। এদিন শতরান করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি’কক। এবারের বিশ্বকাপে চতুর্থ শতরান করলেন তিনি।দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসাবে একটি বিশ্বকাপে ৫০০ রান করার নজিরও গড়লেন তিনি।বিশ্বকাপের প্রথম ছ’টি ম্যাচে ডিককের ব্যাট থেকে এসেছিল ৪৩১ রান। এ দিন ৬৯ করার সঙ্গে সঙ্গে একটি বিশ্বকাপে ৫০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। তিনি টপকে গেলেন জ্যাক কালিসের নজির। কালিস ২০০৭ সালের বিশ্বকাপে ৪৮৫ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকার অপর ব্যাটার ফান ডার  ডুসেনও শতরান করলেন (১১৮ বলে ১৩৩ রান)। তিনিই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।

 

বিবিধ
  • মর্যাদা সম্পন্ন ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ’ জিতলেন নন্দিতা দাস। তিনি ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ‘কোটিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘলস ইন্ডিয়া অ্যান্ড দা অরিজিন্স অফ এম্পায়ার’ শীর্ষক বইয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি।