গোটা পৃথিবী উন্মুখ আমেরিকার নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে। ট্রাম্প বনাম ভারতীয় বংশোদ্ভূত কমলা হারিস কে জিতবেন? ট্রাম্পের বাজি কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি। ডেমোক্র্যাট দলের প্রার্থী ৬০ বছর বয়সী কমলা হারিস স্বাস্থ্য পরিষেবা অর্থনীতির ভোলবদল । দেশের মহিলা ভোটার ও তরুণ প্রজন্মকে ভবিষ্যতের নতুন স্বপ্ন তুলে ধরা। নির্বাচন ৫ নভেম্বর।
দেশ
এই মুহূর্তে সব থেকে বড় প্রতারণার নাম ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল গ্রেপ্তারি। প্রতারণা চক্রের শিকার সাধারণ নাগরিক থেকে আইনজীবী, শিক্ষক, ডাক্তার, সাহিত্যিক সকলেই। মাত্র চার মাসে ডিজিটাল অ্যারেস্ট এর ফাঁদে পড়ে ১২০ কোটি ৩০ লক্ষ টাকা খুইয়েছে ভারতীয় নাগরিক। মোট প্রতারণা নাকি ১৭৫০ কোটি টাকার। দিন দিন সাইবার প্রতারণার বিস্তার ঘটেই চলেছে। এ পর্যন্ত ৭ লক্ষ ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে।আর্টিফিশিয়াল মেশিন লার্নিং ব্যবহার করে মানুষের সর্বস্বান্ত করা হচ্ছে।
ফুলঝুরির বাজির আগুনে উলুবেড়িয়ায় বদ্ধ ঘরে পুড়ে তিন জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় আবাস যোজনায় বাড়ির নথিভুক্তির নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ দেখা দিয়েছে। জেলা প্রশাসন বিষয়টি দেখছেন।
উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর কেন্দ্রীয় বরাদ্দে নতুন করে সেজে উঠছে। খরচ ধরা হয়েছে১৫৫০ কোটি টাকা। এই প্রসঙ্গেই উঠে এসেছে নতুন করে নামকরণের বিষয়টি। সেটির না কী রাখা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে না পর্বতারোহী তেনজিং নোরগের নামে? কারণ দুজনের সঙ্গেই নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। বিভিন্ন মহলে এই নিয়ে চর্চা শুরু হয়েছে।
খেলা
শুরু হয়ে গেল আইপিএল নিলাম। কোটি কোটি টাকায় কেনা শুরু খেলোয়াড়দের । সর্বোচ্চ কোটিতে কে পৌঁছন দেখার। ঋষভ পন্থের দর উঠেছে ৩০ কোটিতে। দৌড়ে আছেন কে এল রাউল সহ অনেকে।
বিবিধ
দীপাবলির পরে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তকমা পেল দিল্লি। দিল্লির পরে পাকিস্তানের লাহোর, তৃতীয় চিনের বেজিং। এমন ভাবে দূষিত শহরের তালিকা তৈরি করেছে সুইজারল্যান্ডের ‘আইকিউএয়ার’ নামে একটি সংস্থা।
পালিত হল একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে এই দিবসটি পালিত হয়।
ভারতীয় ডাক বিভাগেও চালু হয়ে গেল ই-নাচ ( ইলেকট্রনিক ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ) গ্রাহককে স্মরণ করিয়ে দেবে বিভিন্ন ক্ষেত্রে টাকায় জমা দেওয়ার দিনক্ষণ।