কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২৪

189
0
Current Affairs 1st June

আন্তর্জাতিক
  • পাকিস্তান অধিকৃত কাশ্মীর যে পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ নয় আসলে তা বিদেশী এলাকা তা নিজেদের আদালতেই স্বীকার করল পাকিস্তান সরকার। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার হরণের প্রশ্নে সরব কবি আহমেদ ফারহাদকে পাক সেনাবাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ। এই বিষয়েই একটি মামলায় ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান সরকারের অন্যতম মুখ্য আইনজীবী ফেডারেল প্রসিকিউটার জেনারেল জানিয়েছেন, বিদেশি এলাকা আজাদ কাশ্মীর থেকে এই অপহরণ কান্ড হয়েছে।
  • ৩০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন চালিয়েছে আফ্রিকান ন্যাশানাল কংগ্রেস। এতদিন পরে সেই শাসনের অবসান হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এবার সরকার গঠন করতে হলে সিরিল রামফোসাকে অন্য দলের সঙ্গে জোট গঠন করতেই হবে। প্রসঙ্গত, নির্বাচনে চল্লিশ শতাংশ জনসমর্থন রয়েছে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিখ্যাত ব্রুকলিন মিউজিয়ামের বাইরে গাজা ভূখণ্ডে গণহত্যা বন্ধের দাবিতে এবং ইজরায়েল সরকারের সামরিক অগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন কয়েকশো মানুষ। অনেকে সংগ্রহশালার ভিতরে প্রবেশ করেও ‘ফ্রি গাজা’ পোস্টার তুলে বিক্ষোভ দেখান।
জাতীয়
  • দেশে সপ্তম তথা চূড়ান্ত পর্বের লোকসভা নির্বাচনে ভোট নেওয়া হলো আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি কেন্দ্রে। এদিন গড়ে ভোট পড়েছে ৫৮.৩৪ শতাংশ। এদিন ভোট নেওয়া হল বিশ্বের সর্বোচ্চ নির্বাচনী বুথে। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার তাশিগং এলাকার এই বুথটি ১৫,২৫৬ ফুট উঁচুতে অবস্থিত। এই বুথে ভোটার সংখ্যা মাত্র ৬২। ভোট দিয়েছেন ৭৯ শতাংশ মানুষ। এই জুন মাসেও সেখানে রাতের উষ্ণতা হিমাঙ্কের ৫ ডিগ্রি নিচে নেমে যায়। এদিনে ভোট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আড়াই মাস ব্যাপী লোকসভা নির্বাচনের পর্ব সম্পন্ন হল। সেন্টার ফর মিডিয়া স্টাডিজ একটি সমীক্ষায় জানিয়েছে, এই নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা অর্থাৎ জন্য ১৪০০ টাকা করে খরচ হয়েছে। সে হিসেবে ভারতের সাধারণ নির্বাচনকেই বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন বলে মনে করা যায়। কারণ দু বছর আগে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে খরচ হয়েছিল সাকুল্যে ১.২০ লক্ষ কোটি টাকা। ভারতে প্রথম লোকসভা নির্বাচনের তুলনায় এই খরচ বৃদ্ধি পেয়েছে ৩০০ গুণ।
  • পুনেতে এক নাবালকের মদ্যপ অবস্থায় বিলাসবহুল গাড়ি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত নাবালকের মাকেও গ্রেফতার করলো পুলিশ। তিনি অভিযুক্ত নাবালককে বাঁচাতে তার মদ্যপ অবস্থায় দেওয়া রক্ত বদলে নিজের রক্ত দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় নগদ ৩ লক্ষ টাকা দিয়ে সসুন মেডিকেল কলেজের দুই জন চিকিৎসককেও প্রভাবিত করা হয়েছিল বলে অভিযোগ। সেই দুই চিকিৎসককেও পুলিশ গ্রেপ্তার করেছে। ওই নাবালকের বাবা এবং ঠাকুরদাকেও পুলিশ গ্রেফতার করেছে আলাদা আলাদা অভিযোগে।
খেলা
  • সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন দীনেশ কার্তিক। এই উইকেট রক্ষক ব্যাটসম্যান অবশ্য গত দু’বছর ধরে ভারতের জাতীয় দলে ডাক পাননি, এদিন নিজের ৩৯তম জন্মদিনে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন তিনি। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। দেশের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
  • আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন ভারতের প্রতিশ্রুতিময় জ্যাভলিন থ্রোয়ার ডি পি মনু। তাইওয়ান ওপেন জ্যাভলিন প্রতিযোগিতায় তিনি ৮১.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনার পদক জিতেছেন।
  • সিঙ্গাপুর ওপেন মেয়েদের ডাবলস সেমিফাইনালেই হার মানল ভারতের তৃষা জলি-গায়ত্রী গোপিচাঁদ জুটি।
বিবিধ
  • রকেট ছাড়ার ঠিক ৩ মিনিট ৫০ সেকেন্ড আগে বাতিল করা হল মহাকাশ অভিযান। ফলে আরো একবার বেসরকারি সংস্থা স্টারলাইনারের প্রথম মহাকাশে মানব অভিযান স্থগিত হয়ে গেল। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স-এর রকেট অ্যাটলাস ৫ ছাড়ার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। এই অভিযানে নাসার দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরোরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা।
  • সদ্যসমাপ্ত মে মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১.৭৩ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালের মে মাসের থেকে এই অংক ১০ শতাংশ বেশি। প্রসঙ্গত, ঠিক এক মাস আগে দেশে রেকর্ড ২.১০ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছিল।