কারেন্ট অ্যাফেয়ার্স ২ অক্টোবর ২০২০

schedule
2020-10-03 | 13:27h
update
2020-10-03 | 13:27h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতির মুখ্য উপদেষ্টা হোপ হিকল কোভিড সংক্রমিত হয়েছেন। ট্রাম্প অবশ্য বরাবরই মাস্ক পরার বিরোধীতা করে এসেছেন। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচণের প্রাক্কালেই আক্রান্ত হলেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। বিশ্বে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৪৭৩৫৫৪১ জন। প্রাণহানি হয়েছে ১০৩১১৮৪ জনের। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প সংক্রমিত হয়েছেন, সেই খবর প্রকাশ্যে আসতেই ধস নামল বিশ্ব শেয়ার বাজারে। মার্কিন শেয়ার সূচক ডাও জোন্স ৩.৫ শতাংশ পড়ে গেল। প্রভাব পড়ল এশিয়া, ইউরোপের শেয়ার বাজারেও।
  • আজারাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ ষষ্ঠ দিনে পড়ল। এই লড়াইয়ে আজারবাইজানের হয়ে লড়তে পাকিস্তান তাদের সেনা ও জঙ্গিদের পাঠিয়েছে বলে জানালো একাধিক সংবাদপত্র।
Advertisement

 

জাতীয়

  • উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ পুলিশ কার্যত ঘিরে রেখেছে মৃত তরুণীর বাড়ি। সংবাদ মাধ্যমের প্রতিনিধি বা বিরোধী সাংসদ, কাউকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না। সোশ্যাল নেটওয়ার্কে হাথরাস নিয়ে খবরের ওপরও নজরদারি করছে পুলিশ। ‘ফেকনিউজ’ এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে তারা। এদিকে নয়াদিল্লির যন্তরমন্তরে ওই ঘটনায় যোগী সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ।
  • দেশে ৬৩৯৪০৬৮ জন কোভিডে সংক্রমিত হলেন। মোট প্রাণহানি হয়েছে ৯৯৭৭৩ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় ৮১৪৮৪ জন সংক্রমিত হয়েছেন। সংক্রমণ বাড়তে থাকায় রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করল কেরল সরকার।

 

বিবিধ

  • অসমের কার্বি আংলং জেলার ডকমকা গ্রামের এক তরুণী অসুস্থ ছিলেন। গুয়াহাটির হাসপাতালে মৃত্যু হয় তার। গ্রামের ওঝা, গাঁওবুড়াদের সভায় সিদ্ধান্ত হয়, গ্রামের একমাত্র শিক্ষিত যুবক বিজয় গৌর-এজন্য দায়ী। বেশি লেখাপড়ার জন্যই নাকি দেবতা রুষ্ট হয়েছেন। এরপর হত্যা করা হল বিজয়কে। এক মহিলা প্রতিবাদ করায় অপদেবতার সঙ্গী অ্যাখ্যা দিয়ে তাঁকেও হত্যা করা হল।
  • সেপ্টেম্বরে দেশের রপ্তানি ৫.২৭ শতাংশ বেড়েছে। আমদানি কমেছে ১৯.৬ শতাংশ। বাণিজ্য ঘাটতি কমে হল ২৯১ কোটি ডলার।

 

খেলা

  • একটি ম্যাচের নিষ্পত্তি হল ২৪টি পেনাল্টির পর। ইউরোপা লিগে এই ম্যাচে পর্তুগালের রিও আভেকে হারিয়ে জয়ী হল ইতালির এসি মিলান।
  • মহিলাদের বিশ্ব ক্রিকেট র্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে দ্বিতীয় শ্রেষ্ঠ স্থান ধরে রাখল ভারত। টি টোয়েন্টিতে তারা পেল তৃতীয় ক্রম।
  • লিগ কাপের প্রি কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে লিভারপুলকে হারাল আর্সেনাল।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2024 - 08:14:56
Privacy-Data & cookie usage: