কারেন্ট অ্যাফেয়ার্স ২২ অক্টোবর ২০২০

680
0

আন্তর্জাতিক

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনার সম্ভাব্য প্রতিষেধক ‘চ্যাডক্স ১’-এর ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হল ব্রাজিলে। তবে এই ঘটনায় ট্রায়াল বন্ধ হবে না বলে জানাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত, পরীক্ষায় অংশগ্রহণকারীদের দুটি ভাগ থাকে- কন্ট্রোল গ্রুপ ও ভ্যাকসিন গ্রুপ। মৃত স্বেচ্ছাসেবক কন্ট্রোল গ্রুপে থাকায় তাঁকে ওই প্রতিষেধক দেওয়া হয়নি বলে জানানো হল। এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,১৮,৩৯,৮৬৮, মোট প্রাণহানি হয়েছে ১১,৪০,১২৮ জনের
  • আন্তর্জাতিক আদালতের চাপে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনা করার জন্য আনা একটি বিল অনুমোদিত হল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির আইন ও বিচার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে।

 

জাতীয়

  • বিদেশি ও ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য ধাপে-ধাপে পর্যটন বাদে অন্যান্য ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫,৮৩৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মোট সংক্রমিত হয়েছেন ৭৭,০৬,৯৪৮ জন। মোট প্রাণহানির সংখ্যা ১,১৬,৬১৬।
  • রাজস্থানের পোখরান রেঞ্জে ভারতের ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘নাগ’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল।

 

বিবিধ

  • মূল্যবৃদ্ধি সূচক নির্ণয়ের ক্ষেত্রে ২০০১ থেকে বদলে ২০১৬ সালকে ভিত্তিবর্ষ করার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। প্রতি ৫ বছরে তা বদলানো হবে বলেও তিনি জানালেন। আপাতত শহরাঞ্চলের জন্য খুচরো মৃল্যবৃদ্ধির সূচক পরিবর্তন করা হল।

 

খেলা

  • ফুটবলের ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উঠল ভারত। এখন তাদের ক্রম ১০৮। তালিকার প্রথম আটটি স্থানে রয়েছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, উরুগুয়ে ও আর্জেন্টিনা।
  • অস্ট্রেলিয়া সফরের সূচি নির্দিষ্ট হল ভারতীয় ক্রিকেট দলের। ২৭ নভেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ভারত ৩টি করে একদিনের, টি২০ ম্যাচ ও ৪টি টেস্ট ম্যাট খেলবে বলে জানানো হল।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল