কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জানুয়ারি, ২০১৯

1041
0
daily current affairs

আন্তর্জাতিক

  • প্রায়ত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি মসাজো নোনাকার। তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। গত বছর এপ্রিল মাসে তাঁর নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
  • জঙ্গি হামলায় প্রাণ হারালেন রাষ্ট্রসঙ্ঘের ৮ কর্মী। আফ্রিকার মালিতে এই ঘটনা ঘটেছে।
  • সরকারবিরোধী সপ্তাহান্তের ইয়েলো ভেস্ট আন্দোলনে ফের উত্তাল হল ফ্রান্স।
  • শাট-ডাউন থেকে বেরনোর লক্ষ্যে ডেমোক্র্যাট-রিপাবলিকদের মধ্যে বৈঠক ব্যর্থ হল। বৈঠকে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চত করার বদলে মেক্সিকো সীমান্তের প্রাচীর তুলতে ৫৭০ কোটি ডলার ব্যয় বরাদ্দ অনুমোদন করতে বলছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যা মানা হয়নি।

জাতীয়

  • রায়বেরিলি ও বারাণসী স্টেশনে পোড়া মাটির ভাঁড়, থালা, গ্লাস ব্যবহার করতে নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। খাদি ও গ্রামোদ্যোগ কমিশন মাটির জিনিস ব্যবহারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।
  • তামিলনাড়ুর পুডুকোট্টাইয়ে জা্লিকাট্টু খেলায় ষাঁডের গুঁতোয় মৃত্যু হল দুই যুবকের।
  • ১১ ফুট উঁচু কাঁটাতার পেরিয়ে সিংহের এলাকায় ঢুকে প্রাণ হারালেন এক ব্যক্তি। মোহারি ছতবির চিড়িয়াখানার লায়ন সাফারিতে এই ঘটনা ঘটল।

বিবিধ

  • ২০১৮ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে কয়লার রপ্তানি বেড়ে হয়েছে ১৭.১৮ কোটি টন। ২০১৭ সালর একই সময়ের তুলনায় তা ৬.৭ শতাংশ বেশি বলে জানানো হল।
  • চলতি অর্থবর্ষেই ভারত ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হয়ে উঠতে পারে বলে জানাল প্রাইসওয়াটার কুপার্স। বিশ্বব্যাঙ্কের তথ্য, ২০১৭ সালে ব্রিটেন ও ভারতের বৃদ্ধির অঙ্ক ছিল যথাক্রমে ২.৬২ এবং ২.৫৯ লক্ষ কোটি ডলার।

খেলা

  • অস্ট্রেলীয় ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রজার ফেডেরার। চতুর্দশ বাছাই স্টেফানোস সিওসিপাসের কাছে ৭-৬, ৬-৭, ৫-৭, ৬-৭ সেটে তিনি পরাস্ত হলেন। ২০ বছরের স্টেফানোস ফেডেরারের থেকে ১৭ বছরের ছোট। এই প্রথম গ্রিসের কোনো খেলোয়াড় ফেডেরারকে হারালেন। এদিন মেয়েদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে অবাছাই ড্যানিয়েল কলিন্সের কাছে হেরে গেলেন দ্বিতীয় বাছাই আঞ্জেলিক কেরবার। অ্যাশলেই বার্তির কাছে হারলেন মারিয়া শারাপোভা।