কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুন ২০২১

753
0
current affairs

আন্তর্জাতিক
  • ইজরায়েলের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আইজ্যাক হারজক। ২০১৩ সালে সাধারণ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে পরাজিত হয়েছিলেন। লেবার পার্টির প্রাক্তন নেতা আইজ্যাক ইজরায়েল সংসদ সেনেটে ছিলেন বিরোধী দলনেতা হিসাবে। তাঁর বাবা হাইম হারজগ রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের দূত ছিলেন। তাঁর কাকা আব্বা ইভান ছিলেন ইজরায়েলের প্রথম বিদেশমন্ত্রী (current affairs)।
  • ওমান উপসাগরে ডুবে গেল ইরানের নৌবাহিনীর সব থেকে বড় রণতরী খার্গ। তেহরান থেকে  ১২৭০ কিমি দূরে জাস্ক বন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধজাহাজটিতে আগুন লেগে গিয়েছিল। তবে তার কারণ জানা যায়নি।
  • ব্রিটিশ পত্রিকা ‘ভোগ’-এর প্রচ্ছদে ঠাঁই পেলেন মালালা ইউসুফজাই। প্রচ্ছদের বিষয় ‘দ্য এক্সট্রা অর্ডিনারি লাইফ অব মালালা’। এই প্রথম কোনো‌ পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের ছবি ছাপা হল ‘ভোগ’-এর প্রচ্ছদে।
জাতীয়
  • জাতীয় মানবাধিকার চেয়ারম্যান পদে বসলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র। কমিশনের সদস্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন প্রধান রাজীব জৈন এবং জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস কুমার।
  • করোনা পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা (২০২১) বাতিল করা হল গুজরাট ও মধ্যপ্রদেশে, তামিলনাড়ু সরকারও এই বিষয়ে নতুন করে ভাবছে। পশ্চিমবঙ্গে এদিন দশম ও দ্বাদশের পরীক্ষা সূচি ঘোষণার কথা থাকলেও তার প্রকাশ করা হয়নি।
  • ‘হু’ অনুমোদিত প্রতিষেধক এদেশে ক্লিনিক্যাল ব্যবহার করা যাবে বলে অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
বিবিধ
  • মে মাসে দেশের রপ্তানি ৬৭.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে হল ৩,২২১ কোটি ডলার। ২০১৯ সালের তুলনায় তা ২৩৬ কোটি ডলার বেশি। মে মাসে ৬৮.৫৪ বৃদ্ধি পেল আমদানি। ওই সময়ে বাণিজ্য ঘাটতি হয়েছে ৬৩২ কোটি ডলার।
খেলা
  • লর্ডসে ইংল্যান্ড ও নিজিল্যান্ডের মধ্যে টেস্ট ক্রিকেট শুরু হল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট (১৬১টি) খেলায় অলিয়েস্টার কুকের নজির স্পর্শ করলেন জেমস অ্যান্ডারসন। এদিন অভিষেক টেস্টে শতরান করলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (অপরাজিত ১৩৬)। তিনি কোনো বিদেশি ক্রিকেটার হিসাবে লর্ডসে অভিষেক টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সর্বোচ্চ ( ১৩১ ) রেকর্ড ভেঙে দিলেন।
  • আইসিসি একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম তিনটি স্থান পেলেন পাকিস্তানের বার আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা।
১ জুনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন