কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন ২০২১

658
0
Current Affairs 8th February

আন্তর্জাতিক
  • প্রাক্তন রাষ্ট্রবতি ডোনাল্ড ট্রাম্পকে ২০২৩ সালের ৭ জানুয়ারি পর্যন্ত ফেসবুকে নিষিদ্ধ করল মার্ক জুকের বার্গের সংস্থা। গত ৬ জানুয়ারি ক্যাপিটাল হিল হামলায় দলীয় বিক্ষোভকারীদের ফেসবুক ব্যবহার করে উৎসাহিত করার ঘটনায় এই পদক্ষেপ নিল তারা। টুইটার কর্তৃপক্ষ আগেই এই পদক্ষেপ নিয়েছেন।
  • ডমিনিকায় মেহুল চোক্সির প্রত্যাবর্তন বিশ বাঁও জলে চলে যাওয়ায় কাতারের চার্টার্ড বিমানটিকে ছেড়ে দিল ভারত। আপাতত খালি হাতেই ফিরতে হচ্ছে সিবিআই আধিকারিকদের।
  • নাগরিকদের করোনা টিকায় উৎসাহ দিতে ‘টিকা নাও বিয়ার খাও’ প্রকল্পের সূচনা করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। অন্যদিকে ব্রিটিশ প্রশাসন ১২-১৫ বছর বয়সীদের ফাইজার-বায়ো এনটেক কোভিড টিকা দেওয়ার ছাড়পত্র দিল।
জাতীয়
  • পশ্চিমবঙ্গ সরকারের গড়া ছয় সদস্যের বিশেষ কমিটি ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সুপারিশ বাতিল করল। মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল অনুসারে এবং উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্ট অনুসারে মূল্যায়নের সুপারিশ করা হল।
  • করোনা সংক্রমণে অতিসক্রিয় ডেল্টা স্ট্রেনটি মহারাষ্ট্রের অমরাবতীতে প্রথম পাওয়া গিয়েছিল বলে জানাল কেন্দ্রীয় সরকার। তবে এই স্ট্রেনের মৃত্যুহার বেশি, এমন কোনো‌ প্রমাণ পাওয়া যায়নি। ভারতে যে-কোনো সময় করোনার তৃতীয় ঢেউ শুরু হবে বলে সাবধান করলেন নীতি আয়োগের সদস্য বিনোদ পল।
বিবিধ
  • সুদের হার অপরিবর্তিত রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে পর-পর পাঁচবার রণনীতি পর্যালোচনায় সুদের হার অপরিবর্তিত রাখা হল। চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার সম্পর্কিত পূর্বাভাস ১০.৫ শতাংশ থেকে কমিয়ে ৯.৮ শতাংশ করল আরবিআই।
  • চেন্নাইয়ের ভান্ডালু চিড়িয়াখানায় নয় বছর বয়সি নীনা নামের একটি সিংহির মৃত্যু হল। সে কোভিড সংক্রমিত হয়েছিল।
খেলা
  • আর্জেন্টিনার এস্তাদিও উনিকোমাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে দিয়েগো মারাদোনার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হল। চিলির সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ছিল আর্জেন্টিনার। দিয়েগোর ছবির দেওয়া জার্সি পরে পুরো দলই উপস্থিত থাকল মূর্তির আবরণ উন্মোচনের সময়। গত ২৫ নভেম্বর দিয়েগোর প্রয়াণের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল আর্জেন্টিনা। ম্যাচটি অবশ্য অমীমাংসিত থাকল।
  • ভারতের প্রাক্তন জাতীয় হকি খেলোয়াড় উসমান খান (৭৬) প্রয়াত হলেন।
  • ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন ভারতের কুস্তিগির সুমিত মালিক। তিনি অলিম্পিকে যোগদানের যোগ্যতা অর্জন করেছিলেন।