কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ নভেম্বর, ২০২০

793
0

খেলা

  • অভূতপূর্ব দৃশ্য দেখা গেল আর্জেন্টিনা জুড়ে। দিয়েগো মারাদোনার মৃত্যুতে শোকে যেন পাথর হয়ে গেছেন দেশবাসী। রাজধানী বুয়েন্স আয়ার্স রাষ্ট্রপতির প্রাসাদ এদিন খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য। দিনভর সেখানেই শায়িত রাখা ছিল প্রয়াত ফুটবলারের মরদেহ। হাজার-হাজার জনতা সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানান সেখানে। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ, ফার্স্ট লেডি ফাবিয়োলা। দিয়েগোর দুই কন্যা দালমা, জিয়ানিয়া প্রমুখ। শোকে বিহ্বল ইতালির নাপোলি শহর। সেখানকার সান পাওলো স্টেডিয়াম মারাদোনার নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেওয়া হল। দিয়েগোকে শ্রদ্ধা জানিয়ে ১০ নম্বর জার্সি তুলে রাখতে ফিফাকে আবেদন জানালেন মার্সেই দলের ম্যানেজার আন্দ্রে ভিয় বোয়াস।
  • আইএসএলে কেরল ব্লাস্টার্স-নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ অমীমাংসিত থাকল (২-২)।

বিবিধ

  • কর্পোরেট সংস্থাকে ব্যাঙ্ক খুলতে দেওয়ার জন্য ভারতের রিজার্ভ ব্যাঙ্ক যে প্রস্তাব পেশ করেছে তা ‘ভুল পথে একটি আকর্ষণীয় পদক্ষেপ’ বলে মন্তব্য করলেন অর্থনীতিবিদ কৌশিক বসু।
  • পশ্চিমবঙ্গের যে সব নাগরিক কোনও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত নন তাঁদের সকলকে স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আন্তর্জাতিক

  • ৫৬টি দেশের মঞ্চ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-এর বিদেশমন্ত্রীদের আসন্ন বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা হবে বলে দাবি করেছিল পাকিস্তান। কিন্তু এই মঞ্চের পক্ষ থেকে যে আলোচ্যসূচি প্রকাশ করা হয়েছে তাতে কশ্মীর নেই। প্রসঙ্গত, তুরস্ক ও মালয়েশিয়াকে নিয়ে পৃথক অক্ষ গড়ে তোলার চেষ্টা করেছিল পাকিস্তান। এর পরই এই মঞ্চে কার্যত গুরুত্ব হারিয়েছে তারা।
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজোনেকা-র তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগে কম ডোজের সাফল্য তুলনামূলক বেশি। ভ্যাকসিনের দেড় ডোজ-এ ৯০ শতাংশ এবং দুই ডোজ-এ ৭০ শতাংশ সাফল্য মিলেছে বলে জানানো হল। এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬,১১,৬০,৯৭১। প্রাণহানি হয়েছে ১৪,৩৪,৬৩১ জনের।

জাতীয়

  • পালিত হল সংবিধান দিবস। এদিন জাতীয় প্রিসাইডিং অফিসারদের ৮০তম সম্মেলনে ভিডিও মাধ্যমে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ‘এক দেশ এক ভোট’-এর পক্ষে সওয়াল করলেন।
  • মুম্বই হামলায় মৃত ব্যক্তিদের স্মরণ করল দেশবসী। ২০০৮ সালের এই দিনে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
  • দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সামান্য বেড়ে হল ৪,৫২,৩৪৪। মোট আক্রান্ত হয়েছেন ৯২,৬৬,৭০৫ জন। দেশে মোট ১,৩৫,২২৩ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
  • শক্তিশালী ঘূর্ণি ঝড় ‘নিভার’-এর দাপটে তামিলনাড়ুতে মৃত্যু হল ৩ জনের।
  • বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে দেশব্যাপী ধর্মঘটে মিশ্র সাড়া মিলল। পাঞ্জাব-হরিয়ানা-দিল্লি উত্তপ্ত হয়ে উঠল কৃষক সংগঠনগুলির বিক্ষোভে।

current affairs, current affairs 26 November 2020