কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মার্চ ২০২১

808
0
current affairs 2021
Courtesy: DW

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের শরণার্থী সমস্যা সমাধানের দায়িত্ব মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকে দেওয়া হয়েছে। এদিন এই সংবাদ জানিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, `এই বিষয়ে কমলার থেকে আর কেউ যোগ্য বলে মনে হয় না’।
  • মায়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল আরও ৪ জনের। এই নিয়ে মোট ২৮৬ জন বিক্ষোভকারীর মৃত্যু হল। মান্দালয়, মোনিওয়া, ইয়াঙ্গনে মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেই পুলিশ মারমুখী হয়ে উঠছে।
  • মৃত্যুদণ্ড নিষিদ্ধ হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে এই নিয়ে ২৩তম মার্কিন প্রদেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হল।

 

জাতীয়
  • দেশে ২ দিনে ১ লক্ষ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩,৪৭৬ জন সংক্রমিত হয়েছেন যা গত ২৩ অক্টোবরের পর সর্বোচ্চ। মাত্র দেড় মাস আগেও দৈনিক সংক্রমণ ৯ হাজারে নেমেছিল। শুধু মুম্বইয়ে ৫০ জন সংক্রমিত হয়েছেন একদিনে। মহারাষ্ট্রের রানদের ও বিড শহরে স্থানীয়ভাবে লকডাউন করা হয়েছে।
  • নির্ধারিত সময়ের ৯ দিন আগেই সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।
বিবিধ
  • ২০১১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় (টেট) উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না বলে জনাল সুপ্রিম কোর্ট।
  • পরপর দুদিন ধস নামল ভারতের শেয়ার বাজারে। এই দুদিনে শেয়ার সূচক সেনসেক্স ১৬১১ অঙ্ক এবং নিফটি ৪৯০ অঙ্ক হ্রাস পেল। বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি হল।

খেলা
  • দুবাইয়ে ফিফা আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে ভারত এবং ওমানের মধ্যে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকল। ভারতের হয়ে একমাত্র গোলটি করলেন মনবীর সিং। ফিফা রাঙ্কিংয়ে ভারতের ক্রম ১০৪ এবং ওমানে ৮১। অতীতে ভারত কোনোদিনই হারাতে পারেনি ওমানকে। গুয়াহাটিতে গত বছর তাদের কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল ভারত। ভারতের কোচ ইগর স্তিমাচ এদিন ম্যাচের ১ থেকে ৬ এবং পরিবর্ত হিসাবে ৪ জন খেলোয়াড়কে প্রথমবার ভারতীয় দলে খেলতে নামালেন। কোনো আন্তর্জাতিক ম্যাচে দশ জনের অভিষেক হওয়া অভিনব ঘটনা। করোনা সংক্রমিত হওয়ায় সুনীল ছেত্রী এই ম্যাচে খেলেননি।
  • শুরু  হল টোকিও অলিম্পিকের মশাল দৌড়। ১২১ দিনের এই সূচনায় মশাল নিয়ে প্রথম দৌড় শুরু করলেন জাপানের মহিলা ফুটবলার আসুজা ইওয়াসিমিজু। ফুকুশিমা থেকে শুরু হয়ে নানা শহর ঘুরে তা পৌঁছবে টোকিওতে। প্রসঙ্গত, ২০১১ সালে ভূমিকম্প, সুনামি ও পরমাণু চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় ১৮ হাজার মানুষের প্রাণহানি হয়েছিল ফুকুশিমায়।

২৪ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন