কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মার্চ ২০২১

schedule
2021-03-26 | 05:36h
update
2021-03-26 | 05:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • বাংলাদেশে কক্স বাজারে উখিয়া উপজেলার বালুখালিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল রোহিঙ্গা শরণার্থীদের ৮ নম্বর শিবিরটি। বিশ্বের বৃহত্তম এই শরণার্থী শিবিরে অন্তত ১০ হাজার ছাউনি আগুনে ছাই হয়ে গেছে। ১৫টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। প্রশাসনের আশঙ্কা অন্তত ৪০০ জনের প্রাণহানি হয়েছে। পুনরায় ঘরছাড়া হলেন প্রায় ৫০ হাজার জন। প্রসঙ্গত, মায়ানমার থেকে ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের এই অঞ্চলে আশ্রয় নিয়েছেন।
  • ১৪ জন জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিল ঢাকার দ্রুত বিচার আদালত। ২০০০ সালের ২০ জুন কোটালি পাড়ায় আওয়ামি লিগের সভামঞ্চের নিচে গড়ে ৭৬ কেজি ওজনের বোমা রেখে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র মামলায় ১৪ জন হরকতুন জিহাদ আলি ইসলামি বাংলাদেশ জঙ্গিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হল। এদের মধ্যে পাঁচ জন পলাতক।
জাতীয়
  • লক ডাউনের বর্ষপূর্তি হল। একবছর আগের এই দিনে জনতার কারফিউ-এ প্রথম লক ডাউন করা হয় দেশে। তারপর ২৫ মার্চ থেকে পাঁচ দফায় ৭ জুন পর্যন্ত চলেছিল লকডাউন। ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫ বারের আনলক পর্বে দেশ স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে। তবে বছর পেরিয়েও করোনা ভাইরাস সমানে চোখ রাঙাচ্ছে। দেশে মোট সংক্রমিত হয়েছেন ১,১৬,৮৬,৭৯৬ জন। মোট প্রাণহানি হয়েছে ১,৬০,১৬৬ জনের। এদিকে দেশে ৪.৮৫ লক্ষ মানুষ প্রতিষেধক পেয়েছেন। ১ এপ্রিল থেকে ৪৫ বছর বয়সী মানুষও প্রতিষেধক পাবেন বলে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
  • ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার বারসুর-পাল্লি সড়কে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ জন পুলিশ কর্মীর মৃত্যু হল।
Advertisement

বিবিধ
  • গত বছর মার্চ থেকে অগস্ট মাস পর্যন্ত ব্যাঙ্কে ঋণের কিস্তি স্থগিত (মোরাটোরিয়াম) রাখার প্রক্রিয়ায় সকল ঋণ গ্রহীতাকে সুদের ওপর সুদে ছাড় দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২ কোটি টাকা পর্যন্ত ঋণে সুদের ওপর সুদের ছাড় দেওয়ার প্রস্তাব করেছিল কেন্দ্রীয় সরকার।
  • রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে ৩০,৩৬১ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে বলে জানা গেল।
খেলা
  • পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম একদিনের ম্যাচে ৬৬ রানে জয়ী হল ভারত। ভারত প্রথম ব্যাট করে ৩১৭ রান করেছিল। ৯৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন শিখর ধাওয়ান। এদিন অভিষেক ম্যাচে দুটি নজির গড়লেন ক্রুণাল পান্ডিয়া ও প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ বলে অর্ধশত রান করে অভিষেক ম্যাচে দ্রততম অর্ধ শতরানের নজির গড়লেন ক্রুণাল। তিনি ভাঙলেন নিউজিল্যান্ডের জন মরিসের (৩৫ বলে) রেকর্ড। কৃষ্ণ ৪ উইকেট নিলেন যা একদিনের ক্রিকেট অভিষেকে যে-কোনো ভারতীয়ের পক্ষে একটি রেকর্ড। ক্রুণাল সম্পর্কে হার্দিক পান্ডিয়ার দাদা।
  • আইসিসি মহিলা টি২০ রাঙ্কিং তালিকায় শীর্ষ স্থান পেলেন ভারতের শেফালি বর্মা। প্রথম দশের মধ্যে রয়েছে স্মৃতি মন্দানা, দীপ্তি শর্মা, রাধা যাদবও।
  • ঝাড়খণ্ডকে হারিয়ে হরিয়ানা সাব জুনিয়র মহিলাদের জাতীয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল।
  • ঘরের মাঠে একদিনের সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে পর-পর দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ড সিরিজ জয় নিশ্চিত করল।

 

২২ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2024 - 16:04:41
Privacy-Data & cookie usage: