কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ মে ২০২৩

338
0
Current affairs 2023

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটি বা ফেডারেল হলিডে হিসাবে ঘোষণা করা হতে পারে দীপাবলি উৎসবকে।এই মর্মে একটি বিল পেশ হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে। মার্কিন কংগ্রেসের সদস্য ক্যারোলিন বি মেলোনি জানালেন, মার্কিন মুলুকের লক্ষ লক্ষ মানুষের জন্য দীপাবলি একটি গুরুত্বপূর্ণ দিন।
  • মাত্র ১২ বছর বয়সে গ্রাজুয়েট হয়ে নতুন রেকর্ড করলেন ক্লোভিস হাং। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ফুলারটন কলেজ থেকে ইতিহাস, সমাজবিজ্ঞান, সামাজিক আচরণ ও উন্নয়ন, শিল্প ও মানবিক অভিব্যক্তি, বিজ্ঞান ও গণিত বিষয় নিয়ে তিনি গ্র্যাজুয়েট হলেন।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির পাকিস্তান ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার শাহবাজ শরিফ সরকার। এই দুজনের নাম এক্সিট কন্ট্রোল লিস্ট -এ তোলা হয়েছে। ইমরান এই বিষয়ে বলেছেন যে, তাঁর যেহেতু বিদেশে কোন সম্পত্তি নেই তাই পাকিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার বাসনাও তাঁর নেই। এভাবে তিনি নাম না করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেই এক হাত নিলেন বলে মনে করা হচ্ছে। শরিফ পরিবারের বহু সম্পত্তি বিদেশে রয়েছে। সম্প্রতি ব্রিটেনের হাইডপার্কে তাদের বাসভবন ৪ কোটি ৩৮ লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় তার দাম ৪৩৮ কোটি টাকা।
জাতীয়
  • কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদের প্রসারে আর্থিক মদতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করে ইয়াসিন মালিকের প্রাণদণ্ড চাইল জাতীয় নিরাপত্তা সংস্থা।

 

খেলা
  • বুন্দেশলিগায় চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট পেয়ে তারা চ্যাম্পিয়ন হল। তাদের সমান পয়েন্ট ছিল বরুসিয়া ডর্টমুন্ডের। কিন্তু শেষ ম্যাচে মাইনজের সঙ্গে ড্র করে ডর্টমুন্ড। অপ্র দিকে লিগের শেষ ম্যাচে এফসি কলোনকে হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখ। পয়েন্ট সমান হলেও বেশি গোল করার নিরিখে খেতাব জিতল তারা। এই নিয়ে মোট ১১ বার বুন্দেশলিগায় চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ।
  • মালয়েশিয়া মাস্টার মাস্টার্স ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছেলেদের সিঙ্গেলসে ফাইনালে উঠলেন ভারতের এইচ এস প্রনয়। সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতাকে, তবে মেয়েদের সেমিফাইনালে ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিসকো তুমজাংয়ের কাছে হেরে গেলেন ভারতের পি ভি সিন্ধু।

 

বিবিধ
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বাদ যেতে চলেছে মুহাম্মদ ইকবালের জীবনী ও সাহিত্য। দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারে ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিকাল থট’ অধ্যায়ে ইকবালের জীবন ও সাহিত্য পড়ানো হতো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। এপ্রসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং বলেছেন, যরা ভারত ভাগ করেছেন সিলেবাসে তাদের কথা রাখার প্রয়োজন নেই। প্রসঙ্গত ১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্ম হয়েছিল মুহাম্মদ ইকবালের। তিনি ‘ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’ গানটির রচয়িতা। পাকিস্তান তাঁকে জাতীয় কবির মর্যাদা দিয়েছে।