কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২৩

401
0
Current Affairs 2023

   আন্তর্জাতিক
  • তুরস্কের রাষ্ট্রপতির আসনে পঞ্চম বারের জন্য বসতে চলেছেন রিচেপ তাইপ এর্ডয়ান । দ্বিতীয় দফার রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ৫২.১৪ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কেমাল কিচিচড়ারোলু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট।
  • ইউক্রেনের রাজধানী কিয়েভে ও অন্যান্য বিভিন্ন শহরে লাগাতার ড্রোন হামলা চালালো রাশিয়া। এর মধ্যে কয়েকটি নিষ্ক্রিয় করা হয় তারপরও অন্তত দুজন অসামরিক ব্যক্তির প্রাণহানি হয়েছে। বলে ইউক্রেন সূত্রে জানা গেছে।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের প্রধান ইমরান খান আলোচনায় বসার জন্য পাকিস্তানের শাসকদলের কাছে বার্তা পাঠিয়েছিলেন। সেদেশের অপর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পি এম এল এন প্রধান নওয়াজ শরিফকে এই প্রস্তাব খারিজ করে দিলেন।
 জাতীয়
  • দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভি ডি সাভারকরের জন্মদিন উপলক্ষে সংসদ ভবন উদ্বোধনের এই দিনটি বেছে নেওয়া হয়। একই দিনে সংসদ ভবনের নির্মাণ কার্যে ৬০ হাজার শ্রমিকের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন নতুন ভবন থেকে যেসব আইন তৈরি হবে তা তাদের কথা ভেবেই হবে।৬৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। ত্রিকোণ আকৃতির এই ভবন। এখানে রয়েছে চারটি তলা। মূল প্রবেশদ্বার তিনটি। সেগুলির নাম যথাক্রমে জ্ঞানদ্বার শক্তিদ্বার ও কর্মদ্বার। লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় তিনশ জন বসতে পারবেন এমন ভাবেই তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। দেশের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একই দিনে সংসদ ভবনের ছবিসহ নতুন একটি স্মারক ৭৫ টাকার মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে ডিএমকে, কংগ্রেস, তৃণমূল, জেবিইউ এন সি পি এর মত ২১ টি দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল।
  • মনিপুরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজ্যজুড়ে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালো যৌথ বাহিনী। এই অভিযানে অন্তত ৪০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত গত ৩ মে ইম্ফলে কুকি জঙ্গিদের সুবিশাল মিছিল বের হওয়া এবং তাকে ঘিরে সংঘর্ষের পর থেকেই বদলে গিয়েছে মনিপুরের পরিস্থিতি। সেখানে কখনো চলছে সেনা বাহিনীর টহল কখনো বনধের  মতো পরিস্থিতি।
 খেলা
  • মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের এইচএস প্রণয়। এই প্রথম তিনি বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার কোন ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতলেন। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তিনি এই ট্যুরে সিঙ্গেলস খেতাব জিতলেন। তিনি এদিন ২১-১৯, ১৩- ২১, ২১-১৮ ব্যবধানে হারালেন চিনের প্রতিযোগী ওয়েন হং ইয়াংকে। প্রসঙ্গত ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন তাদের প্রতিযোগিতাগুলিকে ছটি পড়বে বিভক্ত করেছে। এগুলিকেই বলা হয় ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। এর মধ্যে রয়েছে সুপার ১০০০, সুপার ৭৫০ সুপার ৫০০ এবং সুপার ৩০০ পর্যায়ের প্রতিযোগিতা। এগুলি যথাক্রমে চারটি, ছটি সাতটি ও এগারোটি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশ্য এর বাইরেও ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন ১০০ পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকে।
  • শুরু হলো ফরাসি ওপেন। প্রতিযোগিতার প্রথম দিনেই একটি বিতর্ক তৈরি করলেন ইউক্রেনের মার্তা কসতিউক। তিনি মেয়েদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে বেলারুশের আরিয়ানা সবালেঙ্কার কাছে হেরে যান তিনি। এরপর আরিয়ানার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এর আগেও তিনি রাশিয়া বা বেলারুশের কোন প্রতিযোগীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন ইউক্রেনে রুশ হানাদারির প্রতিবাদে। আরিয়ানা সবালেঙ্কা অবশ্য দ্বর্থহীন ভাষায় যুদ্ধের বিরোধিতা করেছেন।
  • ফরাসি লিগ ফুটবল প্রতিযোগিতায় পিএসজি এর হয়ে স্ট্রাসবুর্গের বিরুদ্ধে গোল করলেন লিওনেল মেসি। এর ফলে ইউরোপের শ্রেষ্ঠ পাঁচটি লিগে সব থেকে বেশি গোলের রেকর্ড করলেন তিনি। তাঁর গোল সংখ্যা হল ৪৯৬। তিনি ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরোপের সেরা পাঁচটি লিগে করা ৪৯৫ গোলের রেকর্ড। এদিকে এমরসুমে ফরাসি লিগ জয় নিশ্চিত করল পি এস জি। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৮৫।
 বিবিধ
  • এতদিন বিশ্বে যাত্রীবাহী বিমান প্রস্তুতকারক সংস্থা হিসাবে ছিল বোয়িং এবং এয়ারবাস। এবার তাদের প্রতিযোগিতায় ফেলবে চিন। চিনের সরকারি সংস্থা ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্স’ ইতিমধ্যেই যাত্রীবহনকারী বিমান তৈরি করে ফেলেছে। তাদের তৈরি একটি যাত্রীবাহী বিমান সি ৯১৯ – এর এদিন প্রথম বানিজ্যিক উড়ান সাফল্যের সঙ্গে সম্পন্ন হল। সাংহাই বিমানবন্দর থেকে ১৩০ জন যাত্রী নিয়ে নিরাপদে উড়ে গিয়ে তা অবতরণ করল বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই নতুন যাত্রীবাহী বিমানটি ১৬৪ আসনের।
  • যাঁরা দৃষ্টি শক্তি হারিয়েছেন, যাঁরা হারিয়েছেন চলাফেরার ক্ষমতা তাঁদের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য ব্রেন ইমপ্লান্ট করার ক্ষেত্রে এগিয়ে এলেন এলান মাস্ক। এজন্য তিনি একটি নতুন সংস্থা করেছেন যার নাম নিউরোলিঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন তাঁর সংস্থাকে এই গবেষণায় অনুমতি দিয়েছে। এক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে রোবটের সাহায্যে মস্তিষ্কে মাইক্রোচিপ প্রতিস্থাপন বা অনুরোধ নিতে পারবে নিউরোলিঙ্ক।