কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে ২০২৩

562
0
WBJEE Result 2024
Courtesy: Hindustan Times

ন্তর্জাতিক
  • তিনজনের মৃত্যুদন্ড কার্যকর করল ইরান। এই তিন জনই ইরানে হিজাব বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইরানের দাবি, এই তিনজন একজন পুলিশকর্মী ও দুজন আধা সেনা কর্মীকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে। সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান- এর দাবি, গোটা বিচার প্রক্রিয়া অসঙ্গতিতে ভরা, শুধু তাই নয় অভিযুক্তদের জোর করে দোষ স্বীকার করানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য, যারা সাজা পেল তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি ইরান সরকার।
  • প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভানতুয়াতু রিপাবলিকে প্রবল ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৭.৭। কম্পনের পর ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, ভানতুয়াতুসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অঞ্চলে সুনামি দেখায় দিয়েছে। কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
জাতীয়
  • বাজার থেকে দু হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানালো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের ‘ক্লিন নোট পলিসি’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলো। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার টাকার নোট বৈধ থাকছে। এই সময়ের মধ্যে ২০০০ টাকার নোটে লেনদেনও বৈধ। এরইমধ্যে ব্যাঙ্কে দুহাজার টাকার নোট জমা করে বদল করে নেওয়া যাবে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে যে, ২০১৮-১৯ সালে এই ধরনের নোটগুলি নতুন করে ছাপানো বন্ধ হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর রাতারাতি ঘোষণায় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল।
  • প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এই পরীক্ষায় পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বছরের থেকে এই হার ০.৪৫ শতাংশ কম। প্রথম দশের মেধা তালিকায় ঠাঁই পেয়েছেন ১১৮ জন পরীক্ষার্থী।
  • পূর্ব মেদিনীপুরের এগরায় গত গত ১৬ মে একটি বাজি কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছিলেন নয় জন। এই ঘটনায় বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু পালিয়ে ওড়িশার কটকে একটি হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি হয়েছিলেন। পরে সেখানেই পুলিশ তাকে নজর বন্দী করে। এদিন সেখানেই মৃত্যু হল তার।
খেলা
  • ডিউক বলের বদলে কোকাবুরা বলে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ওভালে আগামী ৭ জুন ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অfস্ট্রেলিয়া।
  • ইউরোপা লীগের ফাইনালে উঠলো এ এস রোমা এবং সেভিয়া ১৯৯০-৯১ মরসুমের ৩৩ বছর পর পুনরায় ইউরোপা লিগের ফাইনালে খেলবে এ এস রোমা। এদিন সেমিফাইনালে তারা হারিয়েছে লিভারকুসেন দলকে। অন্য সেমিফাইনালে জুভেন্টাসকে হারিয়ে দিল সেভিয়া।
বিবিধ
  • ২০২২-২০২৩ অর্থবর্ষে ভারতের রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় সরকারকে ৮৭৪১৬ কোটি টাকা দিচ্ছে রিজার্ভ ব্যাংক তাদের ভান্ডার থেকে মোট সম্পদের ৬ শতাংশ জরুরি খাতে খরচের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
  • Current Affairs 2023

কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে ২০২৩