কারেন্ট অ্যাফেয়ার্স ২০ মে ২০২৩

504
0
Current Affairs 2023

ন্তর্জাতিক
  • জাপানের হিরোশিমায় শুরু হলো জি ৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসাবে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সম্মেলনের অবসরে তার সঙ্গে বৈঠক হলো ইউক্রেনের প্রধানমন্ত্রী ভালোদিমির জেলেনস্কির। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর এই প্রথম এই দুই রাষ্ট্রনায়ক বৈঠক করলেন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ প্রতিরোধ করতে চেষ্টা চালাবেন বলে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সৌজন্য বিনিময় হয় তার।
  • ২০২৩ সালের কোয়ার্ড শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। এই কোয়ার্ড গোষ্ঠীতে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান – এই চারটি দেশ। বর্তমানে জাপানের হিরোশিমায় জি ৭ গোষ্ঠীর সম্মেলন চলছে। তার অবসরে এই চার দেশের রাষ্ট্রপ্রধানরা ওয়ার্ড সম্মেলনে মিনরেন্দ্র। ২০২৪ সালে ভারতে কোয়ার্ড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জাতীয়
  • রাতারাতি অর্ডিন্যান্স এনে জাতীয় রাজধানী সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠন করল কেন্দ্রীয় সরকার। দিল্লিতে আমলা পদে নিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবে এই কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষের চেয়ারপারসন হবেন পদাধিকার বলে দিল্লির মুখ্যমন্ত্রী এবং এর সদস্য থাকবেন মুখ্য সচিব এবং প্রিন্সিপাল স্বরাষ্ট্র সচিব। এর আগে গত ১১ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল যে দিল্লির আমলাদের প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নেবে দিল্লি সরকার।
  • ১৯৮৪ সালের পয়লা নভেম্বর দিল্লিতে শিখবিরোধী দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা জগদীশ টাইটলারের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো সিবিআই।
  • কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সিদ্ধারামাইয়া। তিনি ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, ১০ কেজি করে খাদ্যশস্য ও মহিলাদের বাসে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা করলেন।
  • ভারতে ২২ থেকে ২৪ মে কাশ্মীরের শের ই কাশ্মীর কনভেনশন সেন্টারে শুরু হতে চলেছে জি কুড়ি গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের সম্মেলন। এই সম্মেলন কাশ্মীরে আয়োজিত হওয়ায় সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়েছে চিন। তুরস্ক এই বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে। এই সম্মেলনে দেশ বিদেশের ষাট জনের বেশি প্রতিনিধি যোগ দেবেন।

 

খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৮৫। এদিন লিগের ম্যাচে আর্সেনাল একটি ম্যাচ হেরে খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে গেল। এই নিয়ে পরপর তিনবার এই খেতাব জিতল ম্যানচেস্টার সিটি।
  • তীরন্দাজির বিশ্বকাপ প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন ভারতের প্রমথেশ যাওকর। মিক্সড দলগত বিভাগে ভারতের হয়ে সোনার পদক জিতলেন ভি জ্যোতি সুরেখা ওঝাস দেওটালে জুটি।
বিবিধ
  • দক্ষিণ চিন সাগরে ভারত ও ইন্দোনেশিয়ার নৌ বাহিনী যৌথ সামরিক মহড়ায় অংশ নিল। এই মহড়ার নাম দেওয়া হহয়েছে’সমুদ্রশক্তি ২৩’ ।

Current Affairs 2023

কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মে ২০২৩