কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মে ২০২৩

402
0
Current Affairs 2023

ন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ক্ষেত্রে যতই শান্তি স্থাপনের প্রয়াস চলুক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হানাদারি রয়েছে একই রকম তীব্র। এদিন রাশিয়া দাবি করল তারা পূর্ব ইউক্রেনের বাকমুট শহরটি ছিনিয়ে নিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোডিমির জেলোনস্কি জানিয়েছেন, ১৯৪৫ সালে হিরোশিমা শহরের যে অবস্থা হয়েছিল বর্তমানে বাথমুটেরও সেই রকমই পরিণতি করেছে রুশ সেনাবাহিনী।
  • জাপানের হিরোশিমা শহরে জি ৭ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন উপলক্ষে সম্মেলনের অবসরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে হিরোশিমার পিস মেমোরিয়াল এ গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্টনি অ্যালবামিজ । জি ৭ শীর্ষ সম্মেলনের অবসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে সৌজন্য বিনিময় হয় নরেন্দ্র মোদীর। এদিন পরিবেশ সচেতনতার বার্তা দিতে জি ৭ শীর্ষ বৈঠকের মঞ্চকে ব্যবহার করলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি যে জ্যাকেট পরেছিলেন তা পরিত্যক্ত ও ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি তিনি অনুরুপ একটি জ্যাকেট পরে সংসদে বক্তব্য পেশ করেছিলেন। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল প্রতিবছর ১০ কোটি প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন জিনিস তৈরি  করার অঙ্গীকার করেছে বলে তিনি জানিয়েছেন।
 জাতীয়
  • সংক্ষিপ্ত সফরে পাপুয়া নিউগিনি পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দেশে সূর্য ডোবার পর কোন অতিথিকে বরণ করা হয় না তবে ভারতের প্রধানমন্ত্রীর জন্য সেই প্রথা ভাঙ্গা হয়েছে। বিমানবন্দরে নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে তাকে স্বাগত জানালেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে।
  • মহারাষ্ট্রে মুম্বাই নাগপুর সমৃদ্ধি মহামার্গ নামক রাস্তা ক্রমশই দুর্ঘটনার সড়কে পরিণত হচ্ছে। মাত্র ৫ মাস আগে উদ্বোধন হয় নাগপুর থেকে সিরডি পর্যন্ত ৫২০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার। এর মধ্যেই এই রাজপথে ৩৫৮ টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে ৩৯ জনের। এজন্য অবশ্য নির্মাণে কোন ত্রুটি নেই বলেই জানা গেছে। বাস্তবে নাকবরাবর সিধে ফাঁকা রাস্তায় গাড়ির চালকরা মন সংযোগ হারাচ্ছেন। বিষয়টিকে রোড হিপনোটিজম বলে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা।
খেলা
  • মেয়েদের জাতীয় লিগ জিতল গোকুলম এফসি। এদিন আহমেদাবাদে তারা ফাইনাল ম্যাচে ৫-০ গোলে পরাস্ত করল কিক স্টার্ট এফসি দলকে। এই নিয়ে পরপর তিনবার মেয়েদের জাতীয় লিগ চ্যাম্পিয়ন হলো গোকুলম এফসি।
  • আই লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হলো লাজং এফসি। ফাইনালে তারা বেঙ্গালুরু ইউনাইটেড দলকে ২-১ গোলে পরাস্ত করল। এর ফলে পরের মরশুমে তারা আই লিগ প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাবে।
  • হকিতে ভারতের মহিলা দল সিরিজ খোয়াল অস্ট্রেলিয়ার কাছে। তিন ম্যাচের সিরিজে তারা হার মানলো ০-২ ব্যবধানে। একটি ম্যাচ অমীমাংসিত ছিল।
  • খেলার মাঠে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১২ জন। এল সালভাদারের রাজধানী শহর শান সান সালভাদরে একটি ফুটবল ম্যাচ চলার সময় স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে এই ১২ জনের মৃত্যু হয়েছে।
বিবিধ
  • অসম্ভবকে সম্ভব করলেন নেপালের ৪৩ বছর বয়সী হরি বুধামাগর। নেপালের ব্রিটিশ গোর্খা বাহিনীর প্রাক্তন সেনা তিনি। ২০১০ সালে আফগানিস্তানে যুদ্ধে হাটু থেকে দুটো পাই হারিয়েছিলেন। তার স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টে পর্বতারোহন কর পা হারালেও স্বপ্ন হারাননি হরি বুধামাগর। অবশেষে এ দিন বিশ্বের প্রথম মানুষ হিসাবে কৃত্রিম পায়ের সাহায্যে এভারেস্ট শীর্ষে পৌছলেন হরি।
  • অভিযানের নাম অ্যাকসিয়ম মিশন টু। এই অভিযানে এই ইতিহাস তৈরি করতে চলেছেন সৌদি আরবের প্রথম মহিলা রায়ানা বার্নাউয়ি। তিনি ক্যান্সার ও স্টেম কোষ বিশেষজ্ঞ। একটি বেসরকারি অভিযানে তার সঙ্গে যুদ্ধ বিমান চালক আর একজন সৌদির নাগরিকও মহাকাশে পাড়ি দিচ্ছেন। এই অভিযানের উদ্যোক্তা অ্যাকসিয়ম স্পেস নামের একটি সংস্থা। তারা স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটে কেপকার্নিভাল কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশচারীদের নিয়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। ১৯৮৫ সালে আরবের প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে পৌঁছেছিলেন বায়ুসেনার পাইলট সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ। তারপর এই প্রথম সৌদির কোন মহিলা মহাকাশে পৌঁছবেন।