কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মে ২০২৩

505
0
Current Affairs 2023

ন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্টনি অ্যালবানিজ – এর সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সিডনিতে কুদোশ ব্যাঙ্ক এরিনায় ‘ইন্ডিয়া অস্ট্রেলিয়া ডায়সপোরা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রায় ২১ হাজার জন প্রবাসী ভারতীয়ের উপস্থিতিতে বক্তব্য পেশ করলেন তিনি। এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, একসময় ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক বোঝাতে থ্রি সি বলা হত। এই থ্রি সি ছিল কমনওয়েলথ, ক্রিকেট ও কারি। পরবর্তীকালে বলা হত থ্রি ডি যথা ডেমোক্রেসি, ডায়াসপোরা এবং দোস্তি। বর্তমানে তা হল থ্রি ই যথা এনার্জি, ইকোনমি এবং এডুকেশন। ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক বর্তমানে সিডিই অতিক্রম করে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
 জাতীয়
  • প্রকাশিত হলো ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এই সর্বভারতীয় পরীক্ষায় সফল হয়েছেন ৯৩৩ জন পরীক্ষার্থী। প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জন  প্রার্থীই হলেন মহিলা। শুধু তাই নয়, এবার এই পরীক্ষার প্রথম চারজনই হলেন মহিলা। ২০২১ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার শীর্ষস্থানগুলিতে কেবলই মহিলাদের উপস্থিতি। এই পরীক্ষায় প্রথম হয়েছেন ঈশিতা কিশোর। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়েছেন যথাক্রমে গরিমা লোহিয়া, উমা হারথি এবং স্মৃতি মিশ্র।
  • পর্যটনের প্রসারে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলে ত্রিপুরা সরকার জানিয়েছে।
খেলা 
  • একটি অবিশ্বাস্য বিশ্বরেকর্ড করলেন নেপালের কামি রিটা শেরপা। তিনি এদিন এভারেস্ট শৃঙ্গ জয় করলেন। এই নিয়ে চলতি মে মাসে তিনি দ্বিতীয়বার এভারেস্ট চূড়ায় পৌঁছলেন। সবমিলিয়ে ২৮ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করলেন রিটা । তার বয়স ৫৩ বছর। ১৯৯৪ সালের ১৩ মে তিনি প্রথমবার এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছিলেন। এছাড়াও কে ২, মানাসলু, লোৎসে প্রভৃতি শৃঙ্গ জয় করেছেন কামি রিটা শেরপা।
  • কলকাতায় অনূর্ধ্ব ১৫ বছর মেয়রস কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল। ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচে তারা হারিয়ে দিল নবনালন্দা স্কুলকে।
  • ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ইনিসিয়াস জুনিয়রকে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছিল স্পেনে ভ্যালেন্সিয়া ক্লাবের মাঠে। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
  • পুরুষদের টেনিস বিশ্ব রাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন স্পেনের কার্লোস আলকারাজ। দীর্ঘদিন এই স্থানে ছিলেন নোভাক জোকোভিচ। তিনি নেমে এলেন তৃতীয় স্থানে।
বিবিধ
  • নায়ক চলচ্চিত্রের চিত্রনাট্যের কপিরাইট নিয়ে মামলায় হেরে গেল বনশাল পরিবার। দিল্লি হাইকোর্ট এই মামলায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই চিত্রনাট্যের কপিরাইট সত্যজিৎ রায়েরই। এমনকি ঐ চিত্রনাট্য থেকে উপন্যাসে রূপান্তর এবং হার্বার কলিন্স ইন্ডিয়া থেকে ওই গ্রন্থ প্রকাশ করার আইনি অধিকারও থাকবে সত্যজিৎ রায়ের পরিবারের হাতে।
  • সাহিত্যে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন সলমন রুশদি। ব্রিটেনের উইন্ডসর ক্যাসেলে তাঁকে ‘কম্পানিয়ন অফ অনার’ সম্মানে ভূষিত করলেন প্রিন্সেস অ্যান ।

Current Affairs 2023