কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে ২০২৩

schedule
2023-05-26 | 07:13h
update
2023-05-26 | 07:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনকে হত্যার চেষ্টা করে গ্রেপ্তার হল ১৯ বছরের তরুণ সাই বর্সিত কান্ডুলা। এই ভারতীয় বংশোদ্ভুত তরুণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির চেষ্টারফিল্ডের বাসিন্দা। সে সেন্ট লুইস থেকে ভার্জিনিয়ার ডুলেস বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে একটি ট্রাক ভাড়া করে। এরপর হোয়াইট হাউসে ঢুকে বাইডেনকে হত্যা করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছিল বলে জানা গেছে। ট্রাক চালিয়ে একটি পাঁচিলে ধাক্কা মেরে সে গ্রেপ্তার হয়।সে অ্যাডলফ হিটলারের ভক্ত বলে জানা গেছে। তার কাছ থেকে হিটলারের বাহিনীর পতাকা পাওয়া গেছে।
  • বিশ্বের সবথেকে সুখী দেশ হল সুইজারল্যান্ড আর সব থেকে দুর্দশাগ্রস্থ দেশ হল জিম্বাবোয়ে । হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্টিভ-এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ বিশ্বের যে দুর্দশা সূচক নির্মাণ করেছেন তার শীর্ষে রয়েছে জিম্বাবোয়ে। সেখানকার মুদ্রাস্ফীতি ২৪৩ শতাংশ ছাপিয়ে গেছে। বিশ্বের অন্যান্য দুর্দশা গ্রস্থ দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, শ্রীলংকা, ইউক্রেন, ঘানা। বিশ্বের ১৫৭ টি দেশে সমীক্ষা চালিয়ে এই সূচক নির্মাণ করা হয়েছে। এই সূচক অনুযায়ী ভারতের ক্রম ১০৩।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ ( পিটিআই  ) কে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি পাকিস্তানজুড়ে বিভিন্ন জায়গায় সেনাঘাঁটিতে যেভাবে পিটিআই কর্মীরা হামলা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
Advertisement

জাতীয়
  • অস্ট্রেলিয়া সফরে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ-এর সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
  • ভারতের নতুন সংসদ ভবনে ঠাঁই পাবে একটি রাজদণ্ড। ন্যায়দন্ডের এই ধারণাটি এসেছে চোল সাম্রাজ্য থেকে। সেখানে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে ব্যবহৃত হতো একটি সোনায় তৈরি ন্যায়দন্ড। তামিল শব্দ সেঙ্গল এর অর্থ ন্যায়। সেখান থেকে এই রাজদণ্ডের নাম হয়ে যায় সেঙ্গল। দেশ স্বাধীন হওয়ার সময় ভারতের শেষ  ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এমনই একটি স্বর্ণ নির্মিত সেঙ্গেল তুলে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে। এবার সেই সেঙ্গল স্থাপন করা হবে সংসদ ভবনে। যদিও সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের কথা বলল কুড়িটি রাজনৈতিক দল। তার মধ্যে রয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআইএম,তৃণমূল কংগ্রেস প্রভৃতি। দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ না হওয়ার প্রতিবাদে তারা এই অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
  • পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৯.২৫ শতাংশ ছাত্র-ছাত্রী। এবছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৯৩ হাজার ২০৯ জন। প্রথম দশে রয়েছেন ৮৭ জন ছাত্রী ছাত্র-ছাত্রী।
 খেলা
  • মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু এবং এইচএস প্রণয়। মেয়েদের সিঙ্গেলসে সিন্ধু জয়ী হয়েছেন ডেনমার্কের লিনো ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে। অন্যদিকে প্রণয় প্রথম রাউন্ডে হারিয়েছেন বিশ্বের ছয় নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় টিয়েন চেইন চাওকে।
  • ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতায় খেলবেন না রাফায়েল নাদাল। চোটের কারণে এই গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম তুলে নিলেন তিনি। প্রসঙ্গত নাদাল ১৪ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন।
বিবিধ
  • সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে প্রত্যক্ষ বিদেশী লগ্নী (এফডিআই) হয়েছে ৭১ বিলিয়ন ডলার। এই লগ্নী তার আগের অর্থ বছরের তুলনায় ১৬.৩ শতাংশ কম।
  • প্রয়াত হলেন টিনা টার্নার। ‘রক এন্ড রোল কুইন’ নামে পরিচিত টিনা টার্নারের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সুইস বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। বিগত শতকের শেষ চার দশক ধরে কৃষ্ণাঙ্গ টিনা রক এন্ড রোলের দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি করেছিলেন। তিনি জিতেছিলেন আটটি গ্র্যামি।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মে ২০২৩AMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 18:00:05
Privacy-Data & cookie usage: