কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০২৩

480
0
Current Affairs 2023

ন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। তাঁর নাম সিনা পন্নু। ক্যালিফোর্নিয়া হাইকোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হবেন এই আইনজীবী।
  • নিজেরাই মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে সমর্থ হল দক্ষিণ কোরিয়া। এদিন দক্ষিণ কোরিয়ার নারো মহাকাশ কেন্দ্র থেকে ওই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
  • বাংলাদেশের জন্য আলাদা করে ভিসা নীতি ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এদিন জানিয়েছেন যে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে যে ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, বল প্রয়োগ, আতঙ্ক ছড়ানো প্রভৃতি অভিযোগ উঠবে তার বা তার পরিবারের কাউকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেবে না। ২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাপান, কাতার, ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও গিয়েছিলেন। আওয়ামি লিগ দাবি করেছে যে এই পদক্ষেপ আসলে বিরোধী বিএনপি জোটের বিরুদ্ধে যাবে। কারণ বিগত নির্বাচনের আগের রাতে বাংলাদেশে দেড়শোর বেশি স্কুল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিএনপি এবং জামাতে ইসলামির বিরুদ্ধে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল দাঙ্গার ঘটনায় একজন ট্রাম্প সমর্থকের সাড়ে চার বছর কারাদণ্ড হলো। তখনকার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে একদল ট্রাম্প সমর্থক ক্যাপিটাল হিলসে তাণ্ডব চালান। অভিযুক্ত রিচার্ড বার্নেট সেদিন আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যাপিটালে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান। মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলসির ডেস্কের ওপর পা তুলে ছবি তোলেন।
জাতীয়
  • রাজস্থানের আলওয়ারে গণপিটুনিতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত। ২০১৮ সালে গরু পাচারকারী সন্দেহে রাকবর খান নামে ওই ব্যক্তিকে প্রহার করেছিল এই অভিযুক্ত পাঁচজন।
  • রাতের অন্ধকারে অনায়াসে যুদ্ধ বিমান অবতরণ করল রণতরীর ওপরে। আই এন এস বিক্রান্তের ডেকে এদিন সফল ভাবে নামতে পারল একটি মিগ। ঘণ্টায় আড়াইশো কিলোমিটার গতিতে  মিগ-২৯  যুদ্ধবিমান ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল বিক্রান্তের  রানওয়েতে।  ঠিক আড়াই সেকেন্ডের মধ্যে ওই গতিবেগ থেকে অবতরণ করে স্থির হল মিগ! ২০ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি, ৫ হাজার টন ওজনের আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধজাহাজ। ২০২১ সালের অগস্টে ‘সি ট্রায়াল’ শুরু করা হয়েছিল।  গত  সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে জলে ভাসিয়েছিলেন এই রণতরী। ২৬২ মিটার দীর্ঘ, ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উঁচু এই যুদ্ধজাহাজটি ভারতের নৌাহিনীর সম্পদ।
  • সিবিআই- এর নতুন ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রবীণ সুদ। তিনি সুবোধ জায়সোয়ালের স্থলাভিসিক্ত হলেন। প্রবীণ সুদ এতদিন কর্নাটকের পুলিশ প্রধান ছিলেন। ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার তিনি। আগামী ২ বছর সিবিআই ডিরেক্টর হিসাবে তাঁর কাজের মেয়াদ।
 খেলা
  • কোপা ইতালিয়া খেতাব জিতল ইন্টার মিলান। এদিন ফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দিল ফ্লোরেনটিনা দলকে। ইন্টার মিলানের হয়ে ১০০ তম গোল করলেন লাওতারো মার্টিনেজ। ক্লাবের হয়ে ১৭১ ম্যাচে তিনি শততম গোল করলেন। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে ইন্টার মিলান।
  • মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়। মেয়েদের সিঙ্গেলসে সিন্ধু হারিয়ে দিলেন জাপানের আয়া ওহরিকে, অন্যদিকে প্রণয় হারালেন চিনের সি লিং ফিকে।
বিবিধ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের এক যুবক প্রযুক্তি ব্যবহারে অভিনব দিশা দেখলেন। তাঁর নাম টিম বচার। তিনি বই লেখার কাজে কৃত্রিম মেধা তথা চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। গত এক বছরের মধ্যে ১০০টি বই তিনি এভাবেই লিখেছেন। সব ক’টিই কল্পবিজ্ঞান উপন্যাস। পাঠক মহলে তা সমাদৃত হয়েছে বলে জানা গেছে।
  • কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ক্যাম্পাসে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল ওড়িশা সরকার। ওড়িশার উচ্চ শিক্ষামন্ত্রী রোহিত পূজারি জানিয়েছেন, প্রত্যেক ছাত্রছাত্রী দিনে ১ জিবি করে ডেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
  • মহীশুরে টিপু সুলতানের প্রাসাদের একটি ব্যক্তিগত কক্ষ থেকে পাওয়া গিয়েছিল স্বয়ং টিপু সুলতানের একটি তরবারি। ১৭৭৫ সাল থেকে ১৭৭৯ সাল পর্যন্ত বিভিন্ন যুদ্ধে টিপু সুলতান এই তরবারি ব্যবহার করেছিলেন। লন্ডনের বনহামস অকশন হাউস এই তরবারিটি নিলামে তুলেছিল। সংস্থার আধিকারিক অলিভার হোয়াইট জানিয়েছেন যে তাঁরা এই ঐতিহাসিক তরবারির যে দাম প্রত্যাশা করেছিলেন, তার সাত গুণ বেশি মূল্যে, ভারতীয় মুদ্রায় ১৪০ কোটি টাকায় সেটি বিক্রি হয়েছে।

২৪ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন