কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মে ২০২৩

schedule
2023-05-27 | 06:39h
update
2023-05-29 | 07:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ন্তর্জাতিক
  • ব্রিটেনে মহিলাদের ভোটাধিকার পাওয়া নিয়ে দীর্ঘ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সোফিয়া দিলীপ সিং। তিনি ভারতের মহারাজা দিলীপ সিং এর মেয়ে। এদিন লন্ডনে তাঁর বাড়ি ফ্যারাডে হাউসের বাইরে ব্লু প্লাক বসালো ইংলিশ হেরিটেজ সোসাইটি।মহারাজা রঞ্জিত সিং এর নাতনি সোফিয়ার জন্ম ১৮৭৬ সালে ইংল্যান্ডে। তিনি ‘নো ভোট নো ট্যাক্স’ স্লোগান দিয়ে ব্রিটেনে মহিলাদের ভোটাধিকার আন্দোলনে অংশ নিয়েছিলেন। সেই সময়ে এই ধরনের আন্দোলনকারীদের বলা হতো ‘সাফ্রাজেট’ । তাঁর বাড়ির বাইরে ব্লু প্লাক বসিয়ে সোফিয়ার পাশাপাশি ‘সাফ্রাজেট’ আন্দোলনকেও শ্রদ্ধা জানালো হেরিটেজ সোসাইটি। সোফিয়াকে নিজের ধর্মকন্যার স্বীকৃতি দিয়েছিলেন ব্রিটেনের তখনকার রানি ভিক্টোরিয়া। দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পটন কোর্টপ্রাসাদের কাছে যে ফ্যারাডে হাউজে এদিন ব্লু প্লাক বসলো সেই প্রাসাদটিও প্রিয় সোফিয়াকে উপহার দিয়েছিলেন ইংল্যান্ডের রানি।
  • গোটা বিশ্বে প্রায় নিষ্ক্রিয় হয়ে গেলেও চিনে এখনো সক্রিয় রয়েছে করোনা ভাইরাস। করোনাভাইরাসের একটি সাব ভেরিয়েন্ট এক্স বি বি চিনে নতুন করে সংক্রমণ বৃদ্ধি করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রতি সপ্তাহে সাড়ে ছ কোটি মানুষ নতুন করে সংক্রমিত হতে পারেন এই করোনা সাব ভেরিয়েন্ট এক্স বি বি – এর প্রকোপে। প্রসঙ্গত, ছ’মাস আগে চিন করোনা বিষয়ে অতি কঠোর নীতি থেকে সরে এসেছে। তারপর থেকেই করোনার সংক্রমণ বেড়েছে সেখানে। একসময় চিনের মোট বাসিন্দার ৮৫ শতাংশ একসঙ্গে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।
Advertisement

জাতীয়
  • সাংসদ পদ খোয়ানোয় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে হয়েছিল। তিনি সাধারণ পাসপোর্ট-এর জন্য আদালতের নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন। যেহেতু রাহুল ন্যাশনাল হেরাল্ড মামলায় অন্যতম অভিযুক্ত তাই এক্ষেত্রে আদালতের ছাড়পত্র দরকার। তাঁকে তিন বছরের জন্য সাধারণ পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত।
  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল হলেন ৯৯.৪ শতাংশ ছাত্রছাত্রী। পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। পরীক্ষা দিয়েছেন ৯৭৫২৪ জন। অন্য রাজ্যের ২৭ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী সফল হয়েছেন।
  • অভিযোগ ভিসা জাল করে বিদেশে পাড়ি দেওয়ার। এই কারণেই ভারতের মোট ছটি রাজ্য থেকে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া বন্ধ করে দিল অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়। এই রাজ্যগুলি হল পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর।

 

 খেলা
  • মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু। তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন চিনের ই মান ঝ্যাংকে। তবে অন্য কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিযোগীর কাছে তিন সেটের ম্যাচে হেরে বিদায় নিলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত।
বিবিধ
  • হিমালয়ের পার্বত্য অঞ্চলে এক কালে দেখতে পাওয়া যেত লাল পান্ডা। এখন তা দুর্লভ হয়ে গেছে। এমনকি আই ইউ সি এন -এর তালিকাতেও লাল পান্ডা বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত। এবার অরুনাচলের তাওয়াং জেলার একটি অরন্যে দেখা মিলল এই প্রাণীর। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু সেই ছবি প্রকাশ করলেন।
  • দেশের স্বাধীনতার ৭৫ তম বছরে নতুন ৭৫ টাকার মুদ্রা আনার ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ৪৪ মিলিমিটার পরিধির এই নতুন কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। তামা, রুপো নিকেল ও জিংক দিয়ে তৈরি হবে এই মুদ্রা। এর মধ্যে অর্ধেক থাকবে রুপো।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 22:07:38
Privacy-Data & cookie usage: