কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুন ২০২১

schedule
2021-06-10 | 09:08h
update
2021-06-10 | 09:08h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • পশ্চিম আফ্রিকার গুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় মৃত্যু হল শতাধিক সাধারণ মানুষের। দেশের উত্তরাংশে মালী সীমান্ত ইয়াগা প্রদেশের সোহান শহরে সন্ত্রাসবাদীরা গভীর রাতে হামলা চালায়। সন্ত্রাসবাদ প্রতিরোধী ‘ডিফেন্স অব মাদারল্যান্ড’ প্রতিরোধ‌ করলেও বেশিক্ষণ যুঝতে পারেনি। কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
  • ডোমিনিকা থেকে মেহুল চোক্সিকে ভারতের বদলে‌ অ্যান্টিগাতে ফেরত পাঠানোর দাবিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে চিঠি লেখার কথা জানালেন মেহুলের স্ত্রী প্রীতি। প্রসঙ্গত, অ্যান্টিগা বারমুডায় এখনও সাংবিধানিক প্রধান হলেন ব্রিটেনের রানি।
Advertisement

জাতীয়
  • দেশে এদিন ১,২০,৫২৯ জন করোনায় সংক্রমিত হলেন। এই সংখ্যা গত ৫৮ দিনে দৈনিক সর্বনিম্ন সংক্রমণ। পর-পর ২৩ দিন নতুন সংক্রমিতের থেকে সংক্রমণ মুক্তির সংখ্যা বেশি থাকল। সুস্থতার হার ৯৩.৩৮ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ১২ দিন ধরে ১০ শতাংশের কম। এদিন তা ৫.৭৮ শতাংশ ছিল। এদিন দেশে করোনার প্রতিষেধক পেলেন ৩৬,৫০,০৮০ জন।
  • উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নীল দাগ ( ভেরিফায়েড) প্রত্যাহার করল টুইটার। এর পরই ওই সংস্থাকে তথ্যপ্রযুক্তিবিধি মানার জন্য (শেষ সুযোগ দিয়ে) চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার। ভারতে ১ কোটি ৭৫ লক্ষ মানুষ টুইটার ব্যবহার করেন। ৫০; লক্ষাধিক গ্রাহক রয়েছে এমন সামাজিক সংস্থাগুলির জন্য ওই বিধি আনা হয়েছে গত ২৫ মে।
বিবিধ
  • ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের রেজিস্ট্রার নিযুক্ত হলেন বিচারক বিদ্যাপ্রকাশ।
  • মে মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১,০২,৭০৯ কোটি‌ টাকার। এই নিয়ে পর-পর আট মাস দেশে জিএসটি আদায় লক্ষকোটির ওপরে থাকল।
  • পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্র সংঘের উদ্যোগে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর দিনটি পালন করা হচ্ছে। উল্লেখ্য, এ বছরের থিম ছিল ‘ইকোসিস্টেম রেস্টোরেশন’। শুরুর বছরের থিম ছিল ‘ওনলি ওয়ান আর্থ’।
খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগে‌ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন রুবেন ডায়াস। তিনি ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসাবে এই সম্মান পেলেন তিনি।
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ব্রাজিল ২-০ গোলে পরাস্ত করল ইকুয়েডরকে।
  • ২০৩০ সালে যৌথভাবে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের দাবি জানাল স্পেন ও পর্তুগাল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 07:48:53
Privacy-Data & cookie usage: