কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুন ২০২১

736
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক
  • ৩ থেকে ১৮ বছর বয়সিদের জন্য করোনা ভাইরাসের টিকায় ছাড়পত্র দিল চিন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করল তাদের দেশে যে সব শিক্ষার্থী যাবে তাদের ‘হু’ অনুমোদিত কোনো টিকা নিতে হবে না। এর অর্থ যাঁরা কোভ্যাকসিন বা স্পুটনিক ভি টিকা নিয়েছেন, তাঁদের নতুন করে টিকা নিতে হবে। প্রসঙ্গত, এদেশ থেকে ফি বছর দু লক্ষাধিক পড়ুয়া মার্কিন যুক্তরাষ্ট্র যান উচ্চশিক্ষার জন্য। এ ক্ষেত্রে যাঁরা টিকা নিয়েছেন তাঁদের দ্বিতীয়বার টিকা নেওয়ার সমস্যা তৈরি হয়েছে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার পলাতক খুনির মুক্তিযুদ্ধ সম্মান বাতিল করল বাংলাদেশ সরকার। শরিফুল হক ডালিম, মোলমউদ্দিন খান, এ এম রাশেদ চৌধুরী ও নুর চৌধুরীকে দেওয়া যথাক্রমে বীর উত্তম, বীর প্রতীক, বীর প্রতীক ও বীর বিক্রম খেতাব প্রত্যাহার করা হল।
  • কন্যা সন্তানের জন্ম দিলেন মেগান। হ্যারি ও  মেগানের কন্যার নাম রাখা হল লিলিবেট লালা গায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নাম লিলিবেট। এই দম্পতির প্রথম সন্তানের নাম আর্চি।
জাতীয়
  • এদিন ১,১৯,৬০০ জন করোনায় সংক্রমিত হলেন যা গত ৬০ দিনে সর্বনিম্ন। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে অনেকটাই। দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ৩,৪৬,৭৫৯। পশ্চিমবঙ্গে এদিন ৭,০০২ জন নতুন করে সংক্রমিত হলেন।
  • লাক্ষাদ্বীপে প্রবল প্রশাসনিক সংস্কারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে চিঠি লিখলেন ৯৩ জন প্রাক্তন আমলা। বর্তমান প্রশাসক প্রফুল্ল খোড়া প্যাটেলের ‘সংস্কার’-এর পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা ওই চিঠি লিখেছেন।
বিবিধ
  • ২০২৪ সালের মধ্যে ‘আর্টেমিস ৩’ মিশনে চাঁদে মহাকাশচারী পাঠানোর সিদ্ধান্ত রূপায়ণে জোর প্রস্তুতি চলছে নাসায়। এরমধ্যে এসএলএস প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ার সুহাসিনী আগার। তামিল নাড়ুর আন্না বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক সুবাসিনী। পরে মাকর্কিন যুক্তরাষ্ট্রের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি।

খেলা

  • লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্ট ড্র হল। এদিকে ইংল্যান্ডের অলি রবিনসনের প্রবল বর্ণবিদ্বেষী টুইট নিয়ে‌ বিতর্ক তৈরি হল। শেষ পর্যন্ত আট বছর আগের ওই মন্তব্যের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হল রবিনসনকে।
  • আজারবাইজান গ্রাঁ পিতে চ্যম্পিয়ন হলেন সের্খিয় পেরেজ।
  • ২৯ মিনিট ৬.৮২ সেকেন্ড ১০ হাজার মিটার দৌড়-এ নতুন বিশ্বরেকর্ড করলেন নেদারল্যান্ডসের সিদান হাসান।
  • ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে ২১ নম্বর বাছাই এলেনা রাইবাকিনা হারিয়ে দিলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা উইলিয়ামসকে। পুরুষদের সিঙ্গলসে দ্বিতিয় রাউন্ডে জেতার পর শরীরের ধকলে ক্লান্ত  রজার ফেডেরার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন।