আন্তর্জাতিক
- পাকিপস্তানের দক্ষিণ সিন্ধুপ্রদেশে রেল দুর্ঘটনায় অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হল। গভীর রাতে করাচি থেকে সর্বদাগামী মিল্লত এক্সপ্রেসের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। এরপর বিপরীত দিক থেকে রাওয়াল পিন্ডি থেকে করাচিগামী স্যর সৈয়দ এক্সপ্রেস এসে পড়ায় সংঘর্ষ হয়। এই রেল লাইন ১৮৮০ সালে তৈরি বলে প্রাক্তন পাক রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন।
- একাকিত্ব বিষয়ক মন্ত্রক চালু করল জাপান। ব্রিটেনের পর দ্বিতীয় দেশ হিসাবে তারা এই পদক্ষেপ নিল। মূলত আত্মহত্যা রুখতে এই মন্ত্রক কাজ করবে। প্রসঙ্গত, জাপানে গত বছর ২১০৮১ জন আত্মহত্যা করেছেন। প্রসঙ্গত মানসিক শান্তির জন্য সুখ বা হ্যাপিনেসমন্ত্রক রয়েছে ভুটানে।
জাতীয়
- পুনের একটি স্যানিটাইজার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হল। এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামে ওই স্যানিটাইজার কারখানা থেকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।
- ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক নাগরিককে ২১ জুন থেকে বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত এর আগে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক কেন বিনামূল্যে টিকা পাবেন না তাই জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।
- পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা বাতিল করা হল।
- একদিনে বজ্রপাতে ২৭ জনের মৃত্যু হল দক্ষিণবঙ্গে। এর আগে সাম্প্রতিক কালে বাজ পড়ে একসঙ্গে একই দিনে এত মৃত্যুর ঘটনা বিরল৷
বিবিধ
- জলপাইগুড়ির অ্যাথলিট স্বপ্না বরং মনের জীবনের কাহিনি ছাপা হচ্ছে পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্য বইতে।
- ২০১৮ সালের এশিয়ান গেমসে হেপটাথেলনে সোনা জিতেছিলেন স্বপ্না। তাঁর বাবা রিকশাচালক। দারিদ্রের সঙ্গে লড়াই করেই নিজের স্বপ্নকে সফল করেছেন স্বপ্না।
খেলা
- দোহায় বিশ্বকাপের বাছিই পর্বের ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারাল ভারত। ফিফার বিশ্ব ফুটবল রাঙ্কিংয়ে ভারতের ক্রম ১০৫, বাংলাদেশের ১৮৪। এর ফলে গ্রুপ ‘ই’ তেসাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়ে ভারতের প্রদান এখন তৃতীয়। এদিন ভারতের হয়ে জোড়া গোল করলেন সুনীল ছেত্রী। প্রঙ্গত আর্জেন্টিনার হয়েলিওনেল মেসির গোল সংখ্যা ৭২। এখন তাঁরা খেলছেন তাঁদের বিচারে বিশ্বে সুনীলের করলাম দ্বিতীয়। প্রথম স্থানে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০৩ গোল)।
- প্রথম কনকাকাফ নেশনস লিগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মার্কিন যুক্তরাষ্ট্র। রানার আপ হল মেক্সিকো। উয়েফি নেশনস লিগের ধাঁচে এই প্রতিযোগিতা এই বছরই শুরু হল।