কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুন ২০২১

schedule
2021-06-14 | 14:50h
update
2021-06-14 | 14:50h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং হমস লামা এবং লাটাকিয়া প্রদেশে বিমান হামলা চালাল ইজরায়েল। এই হামলায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। তাঁরা সকলেই সরকারি সেনা নিরাপত্তা রক্ষীবাহিনীর সদস্য। ‘সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস’ এই তথ্য জানিয়েছে।
  • তালিবান জঙ্গিদের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিল ভারত। এই প্রথম ভারত এই পদক্ষেপ নিল। বস্তুত, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহৃত হলে সেখানকার পরিস্থিতি যাতে পাক মদতপুষ্ট তালিবানের হাতে চলে না যায় সেই প্রেক্ষিত থেকেই ভারতের অবস্থান বদল বলে মনে করা হচ্ছে।
Advertisement

জাতীয়
  • সাম্প্রতিক ইয়াস ঘূর্ণিঝড়ে এরাজ্যে মোট ২১ হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কাছে সেই তথ্য তুলে ধরা হল রাজ্য সরকারের তরফে। ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।
  • পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ও স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী  জয়পাল সিং ভুল্লার ও তার সঙ্গী যশপ্রীত সিং যাসসি। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও হিমাচল প্রদেশে ভুল্লারের নামে পঞ্চাশটিরও বেশি মামলা রয়েছে। পাঞ্জাবে গত ১৫ মে পাঞ্জাব পুলিশের দুজন এএসআইকে গুলি করে হত্যার পর তারা কলকাতায় গা ঢাকা দিয়েছিল। কলকাতার নিউটাউনে সুখবৃষ্টি আবাসনে তাদের ঘরে পুলিশ পৌঁছে যাওয়ার পরই গুলির লড়াই শুরু হয়ে যায়।
বিবিধ
  • ধর্মঘট শুরু করলেন অরুণাচল প্রদেশের পাক্কে ব্যাঘ্র প্রকল্পে নিরাপত্তা রক্ষীরা। ৮টি হাতির সাহায্যে ২০২ জন কর্মী ৮৬২ কিমি বর্গ অরণ্য প্রহরার কাজে ব্যস্ত থাকেন।
  • মিজোরামের ডাম্পা ব্যাঘ্র প্রকল্পে চার বছর পর আবার বাঘের দেখা পাওয়া গেল।
খেলা
  • বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব উনিশ বিশ্ব দলে ডাক পেলেন হাওড়া সালকিয়ার ১৭ বছরের কিশোর শুভ পাল। বিশ্বের ৫৬টি দেশ থেকে সেরা প্রতিভা বাছাই করে শুভসহ ১৫ জনকে বেছে নিয়েছে ব্রায়ার্ন। ভারতের জুনিয়র দলের হয়ে খেলে চিন, বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন শুভ। অনূর্ধ্ব ১৩ আই লিগে সুদেবা  এফসির হয়ে ১৩ ম্যাচে ৫৮ গোল করেছিলেন শুভ।
  • ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন ইগা শিগনটেক। সেমি ফাইনালে যে চারজন উঠলেন তাঁরা প্রত্যেকেই প্রথমবার ফরাসি ওপেনের শেষ চারে উঠলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 15:54:54
Privacy-Data & cookie usage: