কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন ২০২১

600
0
Current Affairs 23rd October

আন্তর্জাতিক
  • পাকিস্তানের আইনসভায় আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (পর্যালোচনা ও পুনর্বিবেচনা) আইন বিষয়ক বিল পাশ হল। আন্তর্জাতিক আদালতের চাপে এই পদক্ষেপ নিল তারা। এর ফলে চরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব তাঁর শাস্তির বিরুদ্ধে পাক হাইকোর্টে আবেদন জানাতে পারবেন।
  • ব্রিটেন সফররত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে একটি সাদাকালো ম্যুরাল (মার্কিন সমাজসেবী ফ্রেডরিক ডগলাসের ছবি) উপহার দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
জাতীয়
  • আরব সফরে গিয়ে কুয়েতের বিদেশমন্ত্রী শেখ আহমেদ নাসের আল মহম্মদ আলি সাবার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, বাহারাইনের ভারতীয় রাষ্ট্রদূতদের সঙ্গেই বৈঠক করেছেন।
  • দেশের সব রাজ্যকেই ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা কার্যকর করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ, অসম, ছত্তিশগড়, দিল্লিতে এখনও এই ব্যবস্থা চালু হয়নি। পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভর্তুকি দিয়ে রেশন থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়া হয়।
বিবিধ
  • গত পাঁচ বছরে দেশে উচ্চশিক্ষায় ছাত্রভর্তির হার ১১.৪ শতাংশ এবং ছাত্রী ভর্তির হার ১৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ বর্ষে উচ্চশিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ কোটি ৭৪ লক্ষ। ছাত্র-শিক্ষক অনুপাত ২৮। এই তথ্য জানায় কেন্দ্রীয় সরকার।
  • উচ্চতার নতুন নজির গড়ল শেয়ার সূচকে। সেনসেক্স বেড়ে হল ৫২৪৭৪.৭৬ অঙ্ক। এবং নিফটি ১৫৭৯৯.৩৫ অঙ্ক।
খেলা
  • লিসবন সিটি অ্যাথলেটিক্স মিটে জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতলেন ভারতের নিরজ চোপড়া।
  • ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রান করলেন নিউজিল্যান্ডের ডেভিড কনওয়ে। তিনি প্রথম ক্রিকেটার যিনি বিদেশে অভিষেকের পর প্রথম তিনটি টেস্ট ইনিংসে ৩০০-র বেশি রান করলেন।
  • ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে উঠলেন স্টেফানো চিচিপাস। সেমিফাইনালে তিনি ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ ফলে হারালেন আলেজান্ডার জেরেফকে।
  • রোমের অলিম্পিক স্টেভিয়ামে উদ্বোধন হল ইউরোকাপের। ২০২০ সালের বদলে এখন তা ২৫ শতাংশ দর্শকের উপস্থিতিতে আয়োজিত হবে। অন্যদিকে, দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে কোপা আমেরিকা।