Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ১১ জুন ২০২১

Current Affairs 23rd October

আন্তর্জাতিক
জাতীয়
বিবিধ
খেলা
  • লিসবন সিটি অ্যাথলেটিক্স মিটে জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতলেন ভারতের নিরজ চোপড়া।
  • ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮০ রান করলেন নিউজিল্যান্ডের ডেভিড কনওয়ে। তিনি প্রথম ক্রিকেটার যিনি বিদেশে অভিষেকের পর প্রথম তিনটি টেস্ট ইনিংসে ৩০০-র বেশি রান করলেন।
  • ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে উঠলেন স্টেফানো চিচিপাস। সেমিফাইনালে তিনি ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩ ফলে হারালেন আলেজান্ডার জেরেফকে।
  • রোমের অলিম্পিক স্টেভিয়ামে উদ্বোধন হল ইউরোকাপের। ২০২০ সালের বদলে এখন তা ২৫ শতাংশ দর্শকের উপস্থিতিতে আয়োজিত হবে। অন্যদিকে, দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে কোপা আমেরিকা।

 

Exit mobile version