পাকিস্তানের বৃষ্টি, বন্যা, বজ্রপাতে এক সপ্তাহে প্রাণহানি হয়েছে সাতাশি জনের। সবথেকে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। পাঞ্জাব প্রদেশেও সমানেই দুর্যোগ চলছে।
দুদিন আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্নেহাল বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে ইউক্রেন জিততে না পারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে অর্থ সহযোগিতার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলেন। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৬১০০ কোটি ডলার ইউক্রেনকে অর্থ সাহায্যের বিল অনুমোদিত হল। ইজরায়েল এবং অন্যান্য দেশ মিলিয়ে মোট ৯৫০০ কোটি ডলার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিলেন মার্কিন আইনসভার সদস্যরা।
জাতীয়
ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে আন্দোলন করছেন উত্তর ভারতের কৃষকরা। পাঞ্জাবের পাতিয়ালায় কৃষকদের বিক্ষোভ এদিন চতুর্থ দিনে পড়ল । আন্দোলনের জেরে আম্বালা অমৃতসর রুটের ৫৪ টি ট্রেন বাতিল করতে হয়েছে।
পাঞ্জাবে একটি কারাগারে দু’দল বন্দির মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে দুজন বন্দির মৃত্যু হল। আহত হয়েছেন আরো দুজন। পাঞ্জাবের সংরুর সংশোধনাগারে এই ঘটনা ঘটেছে।
খেলা
প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তিতে অংশগ্রহণের ছাড়পত্র অর্জন করলেন ভারতের বিনেশ ফোগট, রীতিকা এবং অংশু মালিক। কিরগিজস্তানে আয়োজিত এশীয় চ্যাম্পিয়নশিপ কুস্তি থেকে তাঁরা অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন।
আইএসএল চ্যাম্পিয়নশিপ এর প্লে অফ পর্বে গোয়া এফসি ২-১ ফলে হারিয়ে দিল চেন্নাই এনএফসিকে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে মুম্বাই এফসির বিরুদ্ধে।
বিবিধ
দাবুধহে কাহিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কার্যত সমগ্র দক্ষিণবঙ্গেই এখন চলছে তাপপ্রবাহ। তার মধ্যে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বর্ধমানের পানাগড় এলাকায়।সেখানে এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। অথচ তা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা থেকেও থেকে ৬.৬ ডিগ্রি বেশি। প্রসঙ্গত, কোনও এলাকার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ চলছে বলে ধরে নেওয়া হয়। আর এই পার্থক্য যদি ৬.৫ ডিগ্রির বেশি হয় তাহলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত যে সকল দেশ থেকে তেল রপ্তানি করেছে তার মধ্যে সবার আগে রয়েছে রাশিয়া। প্রতিদিন ভারত ৪৭ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে, এর ৩৫ শতাংশই এসেছে রাশিয়া থেকে। ভারতকে তার চাহিদার ৮৫ শতাংশ তেল বিদেশ থেকে রপ্তানি করতে হয়।