কারেন্ট অ্যাফেয়ার্স ২০ অগস্ট ২০২৪

67
0
Current Affairs 20th August

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে আগেই সরে গিয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি ডেমোক্রেট দলের পদপ্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের হাতে ব্যাটন তুলে দিলেন। অন্যদিকে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি তথা রিপাবলিকান দলের এবারের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প রয়েছেন স্বমেজাজেই। তিনি বলে দিলেন, নির্বাচনে জয়ী হলে তিনি ধনকুবের এলন মাস্ককে মন্ত্রী করবেন।
  • আফগানিস্তানে এককালে যে দপ্তরের নাম ছিল নারী কল্যাণ মন্ত্রক বর্তমানে তাই বদলে হয়েছে নৈতিকতা মন্ত্রক। তাদের ফরমানে চাকরি গেল ২৮০ জন আফগান সেনাকর্মীর। এই সেনাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা তালিবান শাসকদের ফতোয়া মেনে দাড়ি রাখেননি। এই মন্ত্রক জানিয়েছে গত এক বছরে আফগানিস্তানে ২১৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছে।
 জাতীয়
  • কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতকোত্তর বিভাগের এক ছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। এদিন সেই মামলার শুনানিতে সারাদেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি ১৪ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করলো সর্বোচ্চ আদালত। এই জাতীয় টাস্ক ফোর্স এর নেতৃত্বে থাকবেন নৌসেনার মেডিক্যাল সার্ভিসের ডি জি সার্জেন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। তাছাড়াও এই কমিটিতে থাকবেন আটজন বিশিষ্ট চিকিৎসক, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যসচিব। দু’ সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দেবে এই কমিটি। এছাড়াও নিরাপত্তার জন্য আরজিকর মেডিকেল কলেজে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত।
  • রেশন দোকানে সস্তায় জেনেরিক ওষুধ বিক্রির একটি পাইলট প্রজেক্ট চালু করল কেন্দ্রীয় সরকার।
খেলা
  • পেশা হিসেবে খেলাধুলোও কম আকর্ষণীয় নয়। চেন্নাইয়ে ছোটদের এক অনুষ্ঠানে হাজির হয়ে এই মন্তব্য করলেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ মানু ভাকের।
  • আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে বলে জানালো বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। রাজনৈতিক অস্থিরতার কারণে এই স্থান পরিবর্তন বলে জানানো হয়েছে।
বিবিধ
  • প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (৭৬)। ১৯৮২ সালে ‘চোখ’ নামক চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি ‘মিউজিক অব সত্যজিৎ রায়’ তথ্যচিত্রের জন্য ১৯৮৪ সালে পুরস্কৃত হয়েছিলেন তিনি। মোট পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার ও চারটি জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
  • ১১৭ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি, স্পেনীয় নাগরিক মারিয়া ব্র্যায়ানাস মোরেরা। মোরেরার জন্ম হয়েছিল ১৯০৭ সালের ৪ মার্চ।