কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ডিসেম্বর ২০২৩

257
0
Current Affairs 20th December

আন্তর্জাতিক
  • ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কলোরাডোর সর্বোচ্চ প্রাদেশিক আদালত এই ঐতিহাসিক রায় দিয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলস হামলার ঘটনায় ট্রাম্পের ভূমিকার জন্য এই রায় দেওয়া হয়েছে।
  • চিনের উত্তর-পশ্চিম অংশে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩১।
  • পাকিস্তানের পরবর্তী সাধারণ নির্বাচনে তিনটি আসন থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান লড়াই করবেন বলে জানিয়ে দিল তাঁর দল পিটিআই। প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে একগুচ্ছ মামলা রয়েছে। বর্তমানে তিনি জেলবন্দী রয়েছেন।
জাতীয়
  • ফৌজিদারী আইন সংক্রান্ত তিনটি বিল পাস হল লোকসভায়। এর আগে ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধি চালু ছিল। ১৮৬০ সালের সেই দন্ডবিধির পরিবর্তে নতুন করে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। এক্ষেত্রে ফৌজদারি অপরাধ বিধির বিচারে থাকবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ১৮৭২ সালের ভারতীয় তথ্য প্রমাণ আইনের বদলে প্রচলন করা হবে ভারতীয় সাক্ষ্য আইনের। এই নতুন দন্ডবিধিতে রাষ্ট্রদ্রোহের  আইন বাদ যাচ্ছে। সন্ত্রাসবাদ বিষয়ক এবং গণপিটুনি সংক্রান্ত বিধি আরো কড়া করা হচ্ছে।
খেলা
  • ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, সুপার কাপ জিতলেও এই বিশ্ব ক্লাব কাপ জেতেননি পেপ গুয়ার্দিওলা।
  • নতুন বছরে খেলরত্ন পুরস্কার পাবেন ব্যাডমিন্টন খেলোয়াড় সত্যকি সাইরাজ রানকি রেড্ডি, চিরাগ শেট্টি । এছাড়াও পরের বছর অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার ক্রিকেটার মহম্মদ সামি, টেবিল টেনিসের ঐহিকা মুখার্জি, অ্যাথলেটিক্স- এ পারুল চৌধুরী, হকিতে সুশীলা চানু প্রমুখ।
  • আইএসএলে মুম্বই সিটির কাছে ২-১ গোলে হেরে গেল মোহনবাগান। এই ম্যাচে রেফারি রাহুল কুমার গুপ্ত ৭ জনকে লাল কার্ড ও ১১ জনকে হলুদ কার্ড দেখালেন। মোহনবাগানের আশিস রাইকে তিনি মার্চিং অর্ডার দেন। সবমিলিয়ে কার্ড ব্যবহারের দিক থেকে আইএসএল প্রতিযোগিতায় এই ম্যাচ রেকর্ড গড়ল।
বিবিধ
  • ২০২৩ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন স্বপ্নময় চক্রবর্তী। তিনি ‘জলের উপর পানি’ উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন। দেশভাগ, শরণার্থী মানুষের বেঁচে থাকার লড়াই, মুক্তিযুদ্ধ, নকশাল আন্দোলন, সম্প্রদায়িক সংঘর্ষ প্রভৃতি ঘটনার প্রেক্ষাপটে ‘চতুষ্পাঠী’ উপন্যাসের পরবর্তী অংশ হিসেবে ‘জলের উপর পানি’ লিখেছিলেন স্বপ্নময় চক্রবর্তী। হিন্দি উপন্যাস ‘মুঝে পহে চানো’ এর লেখক সঞ্জীব এবং ইংরেজি উপন্যাস ‘রিকুইন ইন রাগা জানকী’ উপন্যাসের জন্য নিলাম শরণ গৌড় পাচ্ছেন সাহিত্য আকাদেমি পুরস্কার। হলদিয়ার একটি স্কুলের শিক্ষক টুড়িয়া চাঁদ বাস্কে ‘জবা বাহা’ ছোটগল্প গ্রন্থের জন্য পাচ্ছেন সাঁওতালি ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার।