আন্তর্জাতিক
- বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত। বেশ কিছু মন্দিরে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে রাজশাহীর নাটোরের কাশিমপুরে এক মন্দিরের সেবাইত তরুণচন্দ্র দাসকে খুন করা হয়। যদিও পুলিশের বক্তব্য, ওই মন্দিরে ডাকাতি হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে।
দেশ
- বাংলাদেশের প্রশাসন এক গুচ্ছ অপরাধীকে মুক্তি দেওয়ায় পুনরায় তারা নানা নাশকতার কাজে যুক্ত হয়ে পড়েছে। তারই একটা নমুনা ধরা পড়ল এই দেশে। ভারত বিরোধিতায়। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারু্লা বাংলা টিম বা এবিটি (আলকায়দার উপমহাদেশীয় শাখা) শিলিগুড়ি করিডরে ‘চিকেনস নেক’-এ নাশকতা করার ছক কষে ছিল। তাদের অসম, কেরালা ও এই রাজ্য থেকে মোট আটজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এবিটি-র প্রধান জসিমুদ্দিন রহমানি অন্যতম। ধরা হয়েছে মহম্মদ শাদ নামক এক কুখ্যাত জঙ্গিকেও। রয়েছে মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলির মতো জঙ্গিরা।
- বি আর অম্বেডকরকে অসম্মানের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পথে নামল কংগ্রেস। অম্বেডকর-মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামার কথা জনিয়েছে তৃণমূলও।
- চলতি বছরে ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতনের মোট ২২০০টি ঘটনা ঘটেছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ সংখ্যালঘু ও মানবাধিকার সংস্থার তথ্য তুলে ধরে রাজ্যসভায় আলোকপাত করেন।
খেলা
- ভারতের চলতি বোলারদের মধ্যে জোরে বল করার দাবিদার যশপ্রীত বুমরা। এই যশপ্রীত বুমরাকে বাঁ-হাতি প্রাক্তন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রমণের সঙ্গে তুলনা করলেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার।তিনি বলেছেন ওয়াসিম আক্রমণের ডানহাতি সংস্করণের নাম যশপ্রীত বুমরা। চলতি বর্ডার–গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত তিন টেস্টে নেওয়া উইকেট সংখ্যা ২১। যশপ্রীত বলকে দুদিকেই সুইং করাতে পারে।
- কুয়ালা লামপুরে অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।
- আগে ব্যাটিং করে ২০ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৯৮ রান করে। ১০ রানে চার উইকেট নেন ভারতের বাঁ-হাতি স্পিনার আয়ুষী শুক্ল। জবাবে ভারত ১৪.৫ ওভারেই জয়ের রান ১০২ রান তুলে নেয়।
বিবিধ
- হুগলির নবম শ্রেণির তিন ছাত্র বাড়ি থেকে পালিয়ে গিয়ে হ্যাকিং শেখার জন্য সুরাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয় পুলিশের জালে ধরা পড়ে।গ্রেতার হয়ে তারা বলেছে, হ্যাকিং শেখাই তাদের উদ্দেশ্য ছিল। আপাতত তারা সিঙ্গুরের সরকারি হোমে।
- রাজ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে রফিকুল ইসলামের নাম মনোনীত করলেন রাজ্যপাল।
- সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে ফোন গ্রাহকদের কাছে কলার টিউন চালু করল ট্রাই। আগামী তিন মাসের জন্য এই কলার টিউন চালু থাকবে বলে জানা গিয়েছে।