কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ফেব্রুয়ারি ২০২৪

280
0
Current Affairs 20th February

আন্তর্জাতিক
  • গাজায় যুদ্ধ বিরতি চেয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজার রাফা অঞ্চলে তাদের হামলা বন্ধ করার জন্য ইজরায়েলকে বার্তাও পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলি ছাড়াও গাজায় ইজরায়েলের অভিযান বন্ধের দাবিতে রাষ্ট্রসঙ্ঘের কাছে দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রায় সকল দেশ। প্রসঙ্গত, গত কয়েক মাসে গাজায় ইজরায়েলের অভিযানে ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
  • ইংল্যান্ডের সমস্ত স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হলো। এতদিন সেখানে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে কোন নিষেধাজ্ঞা ছিল না। এমনকি ক্লাসেও তারা ফোন নিয়ে যেত। পঠন-পাঠনের মাঝখানে বারবার ফোন বেজে উঠছে, এটা ছিল সেখানকার পরিচিত দৃশ্য। এই বিষয়ে একান্ন সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। এরপরেই তিনি সেখানকার সব ধরনের স্কুলে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন।
জাতীয়
  • ভোট গণনা হলো সুপ্রিম কোর্টে এবং তারপরে চন্ডিগড়ের মেয়র পদে আপ প্রার্থী কুলদীপ কুমারকে জয়ী ঘোষণা করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এমন ঘটনা ভারতে এই প্রথমবার ঘটলো। গত ৩০ জানুয়ারি চন্ডিগড়ের মেয়র নির্বাচনে আটটি ভোট বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং অফিসার অনিল মাসিহ। এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয় রাজনৈতিক দলগুলি। এই মামলার শুনানিতে রিটার্নিং অফিসারকে ডেকে পাঠায় সুপ্রিমকোর্ট। এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে ওই রিটার্নিং অফিসার অবৈধভাবে ব্যালট গুলি নষ্ট করেছেন এবং তিনি আদালতে মিথ্যে বলেছেন। রিটার্নিং অফিসার কে শোকজ করেছে সুপ্রিম কোর্ট।
 খেলা
  • জার্মান ফুটবল দলের প্রাক্তন তারকা আন্দ্রেয়াস ব্রেমে প্রয়াত হলেন (৬৩)। ১৯৯০ সালে বিশ্বকাপ ফুটবল জয়ী জার্মান দলের সদস্য ছিলেন তিনি। জার্মানির হয়ে তিনি ৮৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গোল করেছিলেন আটটি। বায়ার্ন মিউনিখে খেলে জিতেছিলেন বুনদেশলিগা।
বিবিধ
  • নয়া দিল্লির ফরাসি দূতাবাসে ফরাসি সিলেটর প্রেসিডেন্ট জেরার্ড লার্চার ‘ লিজিয়ন দ্য নর’ পুরস্কার তুলে দিলেন শশী থারুরের হাতে। ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান এটি। দু’বছর আগেই ফ্রান্স এই পুরস্কার প্রাপক হিসেবে তাঁকে মনোনীত করেছিল।
  • সংগীত পরিচালক অসীমা মুখোপাধ্যায় (৮৬) প্রয়াত হলেন। তিনি বহু বাংলা ছবির প্রযোজকও ছিলেন। পাশাপাশি সংগীত শিল্পী এবং অভিনেত্রী হিসেবেও ছিলেন সুপরিচিত। ‘মেমসাহেব’, ‘চৌরঙ্গী’ প্রভৃতি বিখ্যাত ছবিতে সংগীত পরিচালক ছিলেন তিনি।
  • প্রয়াত হলেন অভিনেতা ঋতুরাজ সিং (৫৯)। হিন্দি ধারাবাহিকে তিনি ছিলেন পরিচিত মুখ। ‘বদ্রি কি দুলহানিয়া’ সহ বিভিন্ন ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
  • দ্বিতীয়বার জনক জননী হলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ১৫ই ফেব্রুয়ারি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। তার নাম রাখা হয়েছে অকায়।