কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জানুয়ারি ২০২৪

268
0
Current Affairs 20th January

আন্তর্জাতিক
  • লেবাননে সীমান্তবর্তী অঞ্চলে ইজরায়েলের লাগাতার হানায় অন্তত ১৯৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে সাম্প্রতিক কালে। এর শোধ তোলা হবে বলে এদিন ইজরায়েলকে হুমকি দিল হিজবুল্লা গোষ্ঠীর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাশেম। প্রসঙ্গত গাজার মত লেবাননেও সমানে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যুদ্ধের ভয়ে সেখানেও ঘরছাড়া লক্ষাধিক মানুষ। এদিকে এরই মধ্যে সিরিয়ার রাজধানী দামাস্কাসে পুনরায় বিমান থেকে বোমা ছুড়লো ইজরায়েল। একটি জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
  • ২০২৪ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার তিনি নিজের দলের নেত্রী নিকি হ্যালি’র বিরুদ্ধেই অশোভন ভাষায় আক্রমণ শানালেন। প্রসঙ্গত, এই নির্বাচনে প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন নিকিও।

 

 জাতীয়
  • চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হওয়া নিখিল গুপ্তকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা যেতে পারে বলে রায় দিল চেক প্রজাতন্ত্রের আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রে খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত পন্নুনকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে নিখিলের বিরুদ্ধে। নিখিলের দাবি তিনি এই ঘটনায় আদৌ যুক্ত নন। পরে তিনি চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি প্রাগের পানকাস জেলে বন্দি রয়েছেন।
  • গত নভেম্বর মাসে অভিনেত্রী রশ্মিকা মন্দানার ভুয়ো  ভিডিও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে অন্ধপ্রদেশ থেকে গ্রেফতার করলো   দিল্লি পুলিশ।
  • জমি কেলেঙ্কারি সংক্রান্ত তথ্যতছরূপের একটি মামলায় রাঁচিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী সোরেনকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে সাতবার তিনি ইডির সমন উপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি নিজের বাড়িতেই ইডি আধিকারিকদের মুখোমুখি হন।

 

খেলা
  • কলকাতার ইডেন গার্ডেনে বাংলা রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ৩৮১ রান তুলল প্রথম ইনিংসে। বাংলার হয়ে লড়াকু শতরান করলেন অভিষেক পোড়েল। প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট রক্ষক ও  ব্যাটার অভিষেকের এটি প্রথম শতরান। অনুষ্টুপ মজুমদার ৭১ রান করেছেন।
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত প্রথম ম্যাচে ৮৪ রানে হারিয়ে দিল বাংলাদেশকে। প্রসঙ্গত এই প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন দল হল ভারত। ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান।

 

বিবিধ
  • স্বামীর বেতন কত তা জানার অধিকার অবশ্যই রয়েছে স্ত্রীর। একটি মামলার সূত্রে এই রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। দাম্পত্য বিবাদ সংক্রান্ত একটি মামলার সূত্রে জনৈক মহিলা তথ্যের অধিকার আইনে স্বামীর বেতন জানতে তাঁর স্বামীর সংস্থার কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন খারিজ করে দেয় ওই সংস্থা। তখন তিনি মাদ্রাজ হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন।
  • ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। একই সঙ্গে তিনি জানালেন যে পাকিস্তানের চলচ্চিত্র অভিনেত্রী সানা জাবেদকে তিনি বিয়ে করেছেন। ২০১০ সালে হায়দারাবাদে সানিয়া মির্জার সঙ্গে শোয়েবের বিয়ে হয়েছিল।