কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুলাই ২০২৩

365
0
Current Affairs 20th July

আন্তর্জাতিক
  • রাশিয়ার সৈন্যদের ছত্রভঙ্গ করতে ক্লাস্টার বোমা ফেলল ইউক্রেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই ক্লাস্টার বোমা সরবরাহ করেছে বলে জানা গেছে। বস্তুত ক্লাস্টার বোমা অনেক আগেই নিষিদ্ধ হয়েছে। তারপরও অস্ত্র সংক্রান্ত আইনের ফাঁক গলে ইউক্রেনকে এই মারনাস্ত্র দিয়েছে জো বাইডেন প্রশাসন। এতে অসামরিক ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা অনেক বেশি থাকে ইউরোপের কিছু মিত্র দেশ এবং মার্কিন মানবাধিকার সংগঠন গুলি ইউক্রেনের হাতে ক্লাসটার বোমা দেওয়ার সিদ্ধান্তে সরব হয়েছে।
  • চার রাজাকারের মৃত্যুদণ্ড দিলো ঢাকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ফিরোজপুরে ভান্ডারিয়ায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেড়শতাধিক মামলা চলছে। এর মধ্যে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে মন্তব্য করলেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার।
জাতীয়
  • প্রবল বৃষ্টি শুরু হয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। থানে শহরে গত ২৪ ঘন্টায় ২১৩.৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা একটি রেকর্ড। এদিকে মহারাষ্ট্রের রায়গর জেলার খালাপুর এলাকায় ইরশালওয়াদি নামে একটি গোটা গ্রাম ধসের কবলে পড়েছে। অন্তত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসের নিচে আটক শতাধিক ব্যক্তি। রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে ছিলেন তখন ওই ধস নামে। অন্তত গোটা কুড়ি বাড়ি ধসের চাপা পড়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ জানিয়েছেন, খালাপুরে গত তিন দিনে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এই ভূমিধসে ইরশালওয়াদি গ্রামের সিংহভাগ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
  • মণিপুরে একটি বর্বরোচিত ঘটনার ভিডিও চিত্র প্রকাশ্যে এলো। গত ৪ মে দুজন কুকি সম্প্রদায়ের মহিলাকে রাস্তায় বিবস্ত্র অবস্থায় হাঁটিয়ে চরম নির্যাতন চালানো হয়। তাঁদের মধ্যে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ডেভিড থিয়েক নামে একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ভিডিও চিত্র প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে গত ৩ মে থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি মনিপুরে।
খেলা
  • উইন্স পার্ক ওভালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হল সিরিজের দ্বিতীয় টেস্ট। এটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্ট। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় ৭৫ বছর আগে ১৯৪৮ সালে দিল্লিতে। অন্যদিকে এদিন নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন ভারতের বিরাট কোহলি। ভারত প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে ১৮২ রান তুলল। ভারতের হয়ে এদিন টেস্টে অভিষেক হলো মুকেশ কুমারের।
  • অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হল মেয়েদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। অকল্যান্ডে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড ১-০ গোলে পরাস্ত করল নরওয়েকে। মেয়েদের বিশ্বকাপে প্রথম গোলটি করলেন নিউজিল্যান্ডের হানা উইলকিনসন। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। সেখানে গোল করেন অস্ট্রেলিয়ার স্টেফানি ক্যাটলি।
  • ওল্ড ট্রাফোর্ডে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ৩১৭ রানে। এরপর ইংল্যান্ড প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে করেছে ৩৮৪ রান। এদিন শতরান করলেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি।
বিবিধ
  • দেশে চালের দাম ক্রমবর্ধমান গত এক মাসে চালের দাম বেড়েছে গড়ে ৩ শতাংশ। গত এক বছরের হিসেব ধরলে বৃদ্ধির হার ১১ শতাংশ। এই পরিস্থিতিতে বাসমতি বাদে ভারত থেকে সমস্ত রকম সাদা চাল রপ্তানি নিষিদ্ধ করল ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড।
  • দেশের শেয়ার বাজারে উত্থান অপ্রতিহত। এদিন শেয়ার সূচক সেনসেক্স ৬৭৫৭১.৯০ এবং নিফটি ১৯৯৭৯.১৫ অংকে পৌঁছে নতুন রেকর্ড করল।