কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুলাই ২০২৪

172
0
Current Affairs 15th September

আন্তর্জাতিক
  • এক সপ্তাহ ধরে বাংলাদেশে কোটা বা সংরক্ষণ নিয়ে উত্তাল পরিবেশ সামলাতে কার্ফু, সেনা নামানেরা পাশাপাশি বিশৃঙ্খলা রুখতে শুট অন সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ দিল শেখ হাসিনা সরকার। এ পর্য়্ন্ত মৃত্যু হয়েছে ১৩০ জনেরও বেশি। গ্রেপ্তার করা হয়েছে আন্দালনের অন্যতম সমন্বয়ক নাইম ইসলামকে। ৬৪টি জেলার মধ্যে ৪৭টি জেলায় বিক্ষোভ ও আগুন জ্বলছে।
  • বাংলাদেশে অশান্তির করাণে ভারতীয় বহুছাত্রছাত্রী দেশে ফির আসতে বাধ্য হচ্ছেন। আগরতলা, আখাউড়া চেকপোস্ট হয়ে বাংলাদেশ থেক ফিরছেন ছাত্রছাত্রীরা।
জাতীয়
  • ভূ্য়ো সার্টিফিকেট, ঠিকানা, এমনকী মা-বাবার নামেও কারচুপি করার অপরাধে পুনের পুজা খেড়করের বিরুদ্ধে মামলা করেছে ইউপিএসসি। উল্লেখ্য, এই ঘটনায় ইউপিএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মনোজ শর্মা।
  • নিট ইউজির প্রশ্ন ফাঁসের কারণে নতুন করে গ্রপ্তার করা হয়েছে এই ঘটনার মাস্টার মাইন্ড শশীকুমার পাসোয়ান সহ দুই এমবিবিএস পড়ুয়াকে।
  • আবার নিপা ভাইরাস। কেরলে নিপা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ বছরের এক কিশোরের। এই বিষয়ে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। নিপার  সংক্রমণের কারণে হৃদরোগে আক্রান্ত হয় নাবালক। এর ফলে মৃত্যু হয়েছে তার। রাজ্যে আরও চার জনের অবস্থা সঙ্কটাপর্ণ। রাজ্যজুড়ে জারি হয়েছে সতর্কতা। নিপার হানায় মৃত কিশোরের বাড়ি কেরলের মলপ্পুরমে। জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিয়েছিল তার। গত ১৯ জুলাই তাকে কোঝিকোড় হাসপাতালে ভর্তি করানো হয়। আগেই কিশোরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুণের গবেষণাগারে পাঠানো হয়েছিল। শনিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। কিশোরের দেহে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যে। আক্রান্ত কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে মৃত্যু হয়েছে তার।
খেলা
  • ভারতীয় ফুটবল দলের নতুন কোচ নির্বাচিত হলেন স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ। এর আগে কোচ হিসেবে ছিলেন ক্রোয়েশিয়ান কোচ ইগর সস্টিমাচ। উল্লেখ্য,  মানোলোর নাম ঘোষণার পর ভারতীয় ফুটবল ফেড়ারেশনের টেকনিক্যাল কিমিট থেকে পদত্যাগ করলেন ভাইচুং ভুটিয়া।
  • প্যারিসে আসন্ন অলিম্পিক্সে এ বারে নিরাপত্তা থেক খেলোয়াড়দের বৃত্তান্ত এবং সোস্যাল মিডিয়ায় ঘটা নানা তথ্য তুলে ধরবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এআই এ বার অলিম্পিক্স দেখার অভিজ্ঞতাই বদলে দেব বলে দাবি করেছে ইনটেল সংস্থা।
  • সূর্যকুমার যাদবই হলেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হলেন। তাঁকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের জন্য  টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। দলের সহ-অধিনায়কের  দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ওয়ানডেতে আগের মতোই অধিনায়ক আছেন রোহিত শর্মা।  সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়েছিলেন রোহিত।
বিবিধ
  • যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে আইসিসির ক্ষতি ২৩৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আর্থিক দিক থেকে লাভ তো হয়ইনি; বরং ক্ষতি হয়েছে আইসিসির। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২ কোটি মার্কিন ডলার বা ২৩৫ কোটি টাকা ক্ষতি হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার।
  • বিভিন্ন দাবি দাওয়ার কারণে পশ্চিমবঙ্গের আলু ট্রাক ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছে।
  • আবার করোনায় আক্রান্ত আমেরিকার রাষ্ট্রপ্রধান বাইডেন।