কারেন্ট অ্যাফেয়ার্স ২০ জুন ২০২৪

215
0
Current Affairs 20th June

আন্তর্জাতিক
  • গোটা বিশ্বের সঙ্গে দাবদহ গ্রাস করেছে আরব দুনিয়াকেও। এবছর প্রবল গরম আর তাপপ্রবাহের কারণে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া ৬০০ জন হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিকও রয়েছেন। ২০২৩ সালে সব মিলিয়ে হজযাত্রা চলাকালীন ২৪০ জনের মৃত্যু হয়েছিল। এবছর এখনও পর্যন্ত প্রায় ১৮ লক্ষ মানুষ হজে গিয়েছেন । তাঁদের মধ্যে বিদেশ থেকে গেছেন ১২ লক্ষ হজযাত্রী।
  • ভারতের সহযোগিতায় একটি আবাসন শিল্প গড়ে উঠেছে শ্রীলঙ্কায়। তার নাম ‘ভারতীয় আবাসন প্রকল্প’। এদিন তার উদ্বোধন করলেন শ্রীলংকার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে এবং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই প্রকল্পে ১০৬ টি বাড়ি তৈরি হয়েছে।
জাতীয়
  • সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরিতে সংরক্ষণ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘোষণা বাতিল করে দিল পাটনা হাইকোর্ট। নীতীশ কুমার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তপশিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীদের জন্য সংরক্ষণের ঊর্ধ্বসীমা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার ঘোষণা করেছিলেন।
  • আবগারি দুর্নীতি মামলায় এদিন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় গত ২১ মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লির রাইস অ্যাভিনিউ বিশেষ আদালতের অবসরকালীন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে।
  • অষ্টাদশ লোকসভার প্রোটেম স্পিকার হবেন ভর্ত্রীহরি মহতাব । তিনি সাত বারের সাংসদ। ওড়িশা থেকে জয়ী বিজেপির এই নেতা সংসদের অন্যতম প্রবীণ সাংসদ। তাঁকে রাষ্ট্রপতি এই পদে নিযুক্ত করেছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, সাধারণত সবথেকে বেশি বারের সাংসদকেই প্রোটেম স্পিকার করা হয়। সেক্ষেত্রে কংগ্রেসের কে সুরেশ প্রোটেম স্পিকার হওয়ার দাবিদার ছিলেন। তিনি আটবারের সাংসদ।
  • তামিলনাড়ুতে বিষ মদ পান করে মৃত্যু হল ৩৮ জনের। তামিলনাড়ুর কুল্লাকুরিচি জেলায় এই ঘটনা ঘটেছে। আরও ৮২ জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইট পর্যায়ে ভারত ৪৭ রানে হারিয়ে দিল আফগানিস্তানকে। প্রথমে ব্যাট করে ভারত ১৮১ রান করেছিল। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের সূর্য কুমার যাদব। আর সেই সঙ্গে সঙ্গেই তিনি বিরাট কোহলির একটি রেকর্ড স্পর্শ করলেন।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ বার ম্যাচের সেরা হয়েছেন বিরাট। মাত্র ৬৪টি ম্যাচ খেলেই সেই রেকর্ড স্পর্শ করলেন সূর্য।  এই রেকর্ড করতে বিরাট ১২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্য ম্যাচে ইংল্যান্ড হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে।
  • ইউরো কাপে স্লভেনিয়া ও সার্বিয়ার মধ্যে ম্যাচ ১-১ গোলে ড্র হল । এই প্রথমবার ইউরোর মূল পর্বে খেলছে স্লভেনিয়া। অন্য দিকে ডেনমার্ক ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচও ১-১ গোলে অমীমাংসিত থাকলো। অন্যদিকে সুইজারল্যান্ডের স্ট্রাইকার জেরদান শাকিরি বিশ্বকাপ ইউরো মিলিয়ে ছটি আন্তর্জাতিক বড় ফুটবল প্রতিযোগিতায় গোল করার নজির গড়লেন। তিনি আগের দিন সুইজারল্যান্ড বনাম স্কটল্যান্ড এর ম্যাচে গোল করে এই নজির গড়েছেন।
বিবিধ
  • তীব্র দাবদাহে এমন সময় দেশে অন্তত ১১০ জনের প্রাণহানি হয়েছে। মূলত হিট স্ট্রোকের কারণেই এই মৃত্যু হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
  • গত ৬ দিনে দেশের শেয়ার বাজার নতুন উচ্চতায় পৌঁছেছে। এই ছয় দিনে শেয়ার সূচক সেনসেক্স ১০২২.৩৪ অঙ্ক বেড়ে হয়েছে ৭৭৪৭৮.৯৩। এটি একটি রেকর্ড।