গত সাত বছর ধরে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত লিও বরদকর। এদিন তিনি পদত্যাগ করলেন। এই পদত্যাগের কারণ রাজনৈতিক বলে জানা গেছে। আগামী বছর আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন, তার আগেই তিনি এই পথ থেকে সরে গেলেন। প্রসঙ্গত বরফ করের বাবা মুম্বইয়ের বাসিন্দা এবং মা আইরিস।
পাকিস্তানের গদর বন্দরে হামলা চালানোর চেষ্টা করল একদল জঙ্গি। তারা কয়েকটি বিস্ফোরণ ঘটালেও বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এই হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আট জন হামলাকারীর মৃত্যু হয়েছে। বালুচিস্থান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে।
জাতীয়
১৯২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এক শতাব্দীতে ভারতীয়দের উপার্জন ও সম্পদের বিশ্লেষণ করা হয়েছে প্যারিসের একটি সংস্থার গবেষণাপত্রে। ওই সংস্থার নাম ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব’। তাদের গবেষণা পত্রটির নাম ‘ইনকাম অ্যান্ড ওয়েলথ ইন ইন্ডিয়া ১৯২২- ২০২৩ : দ্য রাইজ অফ দা বিলিয়নেয়ার রাজ’। এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ব্রিটিশ আমলের থেকেও বর্তমানে ভারতে অসাম্য আরো বেশি। ২০২২-২৩ সালে ভারতের সবথেকে ধনী এক শতাংশ মানুষের হাতে দেশের মোট উপার্জনের ২২.৬ শতাংশ উপার্জন এবং দেশের মোট সম্পদের ৪০.১% তাদের হাতেই রয়েছে।
গত ১৪ মার্চ নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে সুখবীর সিং সাঁধু এবং জ্ঞানেশ কুমারকে। এরপর নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে একগুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। মূলত নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি নিয়েই এই মামলা করা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত ৭৩ বছর ধরে প্রশাসনই নির্বাচন কমিশনারদের নিয়োগ করে আসছে।
তেলেঙ্গানার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তামিশিলাই সুন্দরাজন। এদিন তিনি একটি রাজনৈতিক দলে যোগদান করলেন।
খেলা
সুইস ওপেনে পুরুষদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে জয়ী হলেন ভারতের লক্ষ্য সেন। অন্যদিকে বাসেলে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মেয়েদের সিঙ্গেলসেও জয়ী হলেন ভারতের পি ভি সিন্ধু।
বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে ভারত এবং আফগানিস্তান দুবার মুখোমুখি হবে। ২১ মার্চ সৌদি আরবের আভায় অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত এরপর ২৬ মার্চ ভারতের গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পুনরায় মুখোমুখি হবে দুই দল। গত পাঁচ বছরে মোট তিনবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত এর মধ্যে একটিতে জয় পেয়েছে অন্য দুটি ম্যাচ ড্র হয়েছে।
বিবিধ
বিশ্বের সবথেকে সুখের দেশ ফিনল্যান্ড আর সব থেকে কম সুখের দেশ আফগানিস্তান। ১৪৩ টি দেশে সমীক্ষা চালিয়ে ‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’ সংস্থার তৈরি করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশিত হলো এদিন। যথারীতি এবারও প্রথম স্থান বজায় রেখেছে ফিনল্যান্ড। এই নিয়ে পরপর সাতবার তারা এই তালিকার শীর্ষস্থানে রয়েছে। এই তালিকায় প্রথম স্থানে থাকা অন্যদেশগুলি হল ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইজরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবুর্গ, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ১৬তম স্থান থেকে পিছিয়ে ২৩ তম স্থানে চলে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথম তারা প্রথম কুড়িতে থাকতে পারল না। ভারত গতবারের মতো এবারও রয়েছে ১২৬তম স্থানে।