গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত ও হামাসের তিনজন প্রধান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত তাদের বিচারপতিদের কমিটির কাছে আর্জি পেশ করল। এই আরজি মেনে নেওয়া হলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সদস্য ১২৪টি দেশে নিষেধাজ্ঞা জারি হবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের বিচার প্রক্রিয়া শুরু হল। ইউক্রেনের ওপর হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আন্তর্জাতিক ফৌজদারি আদালত আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন সে দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি, বিদেশ মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহ হিয়ান সহ ৮ জন। খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির জন্য বেল ২১২ নামের হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ২০২১ সালে ইরানের রাষ্ট্রপতি হয়েছিলেন রইসি, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক তাঁর আমলে ছিল অত্যন্ত মধুর। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি সর্বপ্রথম বৈঠক করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তাঁর মৃত্যুর পর কোন সমবেদনা প্রকাশ না করে মার্কিন যুক্তরাষ্ট্র বলল, ‘এই মানুষটির হাতে অনেক রক্ত লেগে রয়েছে।‘
জাতীয়
দেশে সাধারণ নির্বাচনের পঞ্চম দফায় ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯ টি আসনে এদিন ভোট নেওয়া হল। ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এই পর্বে ভোটদানের হার ছিল ৬০.০৯ শতাংশ।
কোভিড এর ভ্যাকসিন কোভ্যাকসিন এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই বিষয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটির সমীক্ষকদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত কয়েকজন সমীক্ষক দীর্ঘ সমীক্ষার পর এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। এদিন কাশ্মীরের বারামুলায় লোকসভা ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সেখানে ৫৯ শতাংশ ভোট পড়েছে যা সেখানকার একটি রেকর্ড।
খেলা
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের অ্যাথলিট দীপ্তি জীবন্জি। তিনি মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সোনার পদক জিতলেন। তিনি সময় নিয়েছেন ৫৫.০৭ সেকেন্ড।
৪×৪০০ মিটার মিক্সড রিলে রেসে এশীয় রিলে চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতল ভারতের দল। এই দলে রয়েছেন মহম্মদ আজমল, জ্যোতিকা ডান্ডি, আমোজ জ্যাকব এবং শুভা ভেঙ্কটেশান।
বিবিধ
দুই ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যার শাস্তি একটি রচনা লেখা। আর ১৫ দিন পুলিশকে যান নিয়ন্ত্রণে সাহায্য করা। এমনই অদ্ভুত শর্তে এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে পুনেতে। পুনের ইয়েরওয়ারায় প্রভাবশালী একজন প্রোমোটারের পুত্র বয়সে নাবালক হলেও পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে পানশালায় মদ্যপান করেছিল। তারপর বাবার পোর্সে গাড়ি নিয়ে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে চালাচ্ছিল। এই সময়ই তার ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। সে অবশ্য ১৫ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যায়।
প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতে ছিলেন মুরলীকান্ত পেটকর। এবার তাঁর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন কবির খান। তার নাম ‘চন্দু চ্যাম্পিয়ন’। এদিন সেই ছবির ট্রেলার মুক্তি পেল গোয়ালিয়রে।