কারেন্ট অ্যাফেয়ার্স ২০ নভেম্বর ২০২৩

278
0
Current Affairs 20th November

আন্তর্জাতিক
  • গাজার বেট লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালে সামরিক অভিযান চালালো ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেখানে বিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করা হয়েছে। এমনকি বিস্ফোরণের ভয়ে পলায়নরত অসহায় মানুষের ওপর গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। সেখানে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হাসপাতালে অন্তত ৭০০ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়াও প্রায় পাঁচ হাজার প্যালেস্টাইনের নাগরিক আশ্রয় নিয়েছিলেন।
  • আর্জেন্টিনার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন হ্যাভিয়ার মিলেই। তিনি অতি দক্ষিণপন্থী। নির্বাচনে তিনি ‘শক থেরাপি’র কথা বলেছিলেন। এক্ষেত্রে আর্জেন্টিনার শিক্ষা, গণপরিবহন ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারিকরণ করা, আর্জেন্টিনার মুদ্রা পেসো বাতিল করে মার্কিন ডলার চালু করা, শিশু দত্তককে বৈধ করা, গর্ভপাতকে অবৈধ করার মত বিষয়ে প্রচার চালিয়ে তিনি ক্ষমতায় এসেছেন।
  • নির্বাচিত সরকারকে হটিয়ে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে মায়ানমারের শাসন ক্ষমতা দখল করেছিল সে দেশের সেনাবাহিনী। বর্তমানে মায়ানমারের প্রায় অর্ধেক অংশের দখল বিদ্রোহীদের হাতে চলে গিয়েছে বলে জানা গেছে। বস্তুত সেখানকার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি মিলিয়ে গড়ে তুলেছে বিদ্রোহীদের বিরোধী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স।
  • ১৪০ জন নৌ সেনাকে নিয়ে গভীর সমুদ্রে অকেজো হয়ে পড়ল একটি ব্রিটিশ সাবমেরিন। রয়েল নেভির এই ডুবোজাহাজটি অতলান্তিকের গভীরে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদল ইঞ্জিনিয়ার এই ডুবোজাহাজটি মেরামতের চেষ্টা চালাচ্ছেন।
জাতীয়
  • নয়া দিল্লিতে অস্ট্রেলিয়া সঙ্গে টু প্লাস টু বৈঠক শুরু হলো ভারতের। এই বৈঠকে অংশ নিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেট, বিদেশ মন্ত্রী পেনি উইংস ।
  • উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুরঙ্গ খুঁড়ে শ্রমিকদের উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছলেন বিশ্ব বিখ্যাত সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক। গত ৯ দিন ধরে সেখানে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। এদিনই প্রথম পাইপ লাইনে করে রান্না করা খাবার পৌঁছে দেওয়া গেছে তাঁদের কাছে।
খেলা
  • বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের শ্রেষ্ঠ একাদশ প্রকাশ করল আইসিসি। অধিনায়ক ভারতের রোহিত শর্মা। দলের বাকি সদস্যরা হলেন কুইন্টন ডি’কক, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, কেএল রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা এবং দিলশান মধুশনক।
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল ঘোষণা করা হলো। এই দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে। এই দলে একগুচ্ছ নবীন খেলোয়াড় কে সুযোগ দেওয়া হয়েছে।
  • এটিপি ফাইনালস ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। তিনি ফাইনালে হারিয়ে দিলেন ইয়ামিক সিনারকে। এই নিয়ে সপ্তম বার এটিপি ফাইনাল জিতলেন নোভাক।
  • বিশ্বকাপ ক্রিকেটে ভারতের খেলা দেখতে দেখতে তীব্র উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন গুয়াহাটির ২১ বছরের ছাত্র মৃণাল মজুমদার। তিনি আইটিআই-এর ছাত্র ছিলেন।
বিবিধ
  • চ্যাট জিপিটি তথা ওপেন এ আই সংস্থা বিতাড়িত করেছিল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা তথা সিইও স্যাম অল্টম্যানকে। এছাড়াও সরিয়ে দেওয়া হয়েছিল অপর প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান কেও।  এই দুজনকেই মাইক্রোসফ্ট  কৃত্রিম মেধা নিয়ে নতুন গবেষণা ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার কাজে যুক্ত করলেন মাইক্রোসফ্ট-এর সিইও সত্য নাদেল্লা।
  • নাম মায়া। তবে তাকে বলা হতো ‘কুইন অফ তাডোবা’। মহারাষ্ট্রের তাডোবা আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এই পূর্ণ বয়স্ক বাঘিনী কে দেখে চোখ ভরিয়েছেন বহু পর্যটক। তারই মৃত্যু হয়েছে বলে জানা গেছে।