কারেন্ট অ্যাফেয়ার্স ২০ অক্টোবর ২০২৩

262
0
Current Affairs 20th October

আন্তর্জাতিক
  • প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক জানালো, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪১৩৭ জন প্যালেস্টাইনের নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২ হাজার ৫০০ এরও বেশি। অন্যদিকে ইজরায়েল জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী হামাস হামলা চালিয়ে ইজরায়েলের ১৪০০ জনকে হত্যা করেছে, পর্নবন্দি করেছে ২০৬ জনকে যারা এখনো গাজারই কোন না কোন স্থানে আটক রয়েছেন। এদিন গাজার দের আল বালায় আল সালাম মসজিদে ইজরায়েলের যুদ্ধবিমান বোমা ফেলেছে। অন্যদিকে গাজার গ্রিক অর্থোডক্স গির্জা চত্বরেও বোমা বিস্ফোরণ ঘটেছে। এই দুটি ঘটনাতেই বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
  • চিন তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার আরো সমৃদ্ধ করছে। তারা নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পেন্টাগনে মার্কিন কংগ্রেসে পেশ করা বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
জাতীয়
  • ভারতে কর্মরত ৪১ জন কূটনীতিকে ফিরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলো কানাডা সসরকার শুধু তাই নয়, দিল্লির বাইরে তিনটি কূটনৈতিক দপ্তরের কাজও বন্ধ করে দেওয়ার ঘোষণা করল তারা। এই প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দু’দেশের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে ভারতকেই দায়ী করেছেন।
খেলা
  • বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে অস্ট্রেলিয়া ৬২ রানে হারিয়ে দিল পাকিস্তানকে, চারটি ম্যাচের মধ্যে এই নিয়ে দুটিতেই হেরে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়াও চারটির মধ্যে দুটি ম্যাচ জিতেছে দুটিতে হেরেছে। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩৬৭ রান তোলে। ওপেনিং জুটিতে জোড়া শতরান করেন ডেভিড ওয়ার্নার ( ১২৪ বলে ১৬৩ রান) এবং মিচেল মার্স  ( ১০৮  বলে ১২১ রান)।  এই জুটি ২৫৯ রান করলো যা বিশ্বকাপে ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ। এদিন ম্যান অফ দ্য ম্যাচ হলেন ওয়ার্নার। তিনি  এই নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে পাঁচটি শতরান করলেন যা অস্ট্রেলীয় হিসাবে সর্বোচ্চ। এদিন ছিল মিচেল মার্সের জন্মদিন। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে জন্মদিনে শতরান করলেন তিনি।
বিবিধ
  • ২০১৬ সালের ৮ নভেম্বর দেশে ৫০০, হাজার টাকার নোট বাতিলের ঘোষণা হয়। সেই সময় চালু হয়েছিল ২০০০ টাকার নোট। ২০১৮-১৯ সালে এই নোট ছাপানো বন্ধ হয়। ২০২৩ সালের ১৯শে মে ঘোষণা করা হয় যে এই নোট ধাপে ধাপে তুলে নেওয়া হবে। তখন বাজারে ৩.৪ লক্ষ কোটি টাকার বেশি ২ হাজারের নোট ছিল। এদিন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত  দাস জানালেন যে, বর্তমানে বাজারে দশ হাজার কোটি টাকার ২ হাজার টাকার নোট বাজারে রয়েছে। তাও ফেরত আসবে বলে তাঁর আশা। বর্তমানে ৮৭ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাংক-এর কাছে ফেরত এসেছে।