আন্তর্জাতিক
- ‘সন্ত্রাসে আর্থিক মদতের বিষয়ে ২৭টি পদক্ষেপ নিতে বলা হয়েছিল পাকিস্তানকে। তারা ৬টি ক্ষেত্র ছাড়া আর কিছুই করেনি। তাই ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের ধূসর তালিকাতেই রাখা হচ্ছে।’ এদিন এই মন্তব্য করলেন এটিএফ-এর প্রেসিডেন্ট মার্কাস প্লেসের।
- রেমডেসিভিয়ারকে আনষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে ‘হু’ জানিয়েছিল, করোনা চিকিৎসায় এই অ্যান্টিভাইরাল ড্রাগটির কার্যকারিতা শূন্য। এরই মধ্যে বিশ্বে ৪,২৩,৩৪,৯৫৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। প্রাণহানি হয়েছে ১১,৪৬,৭৫৭ জনের।
জাতীয়
- দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪,৩৬৬ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৬,৯৫,৫০৯। মোট আক্রান্ত ৭,৭৬,১৩,১১জন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৪ লক্ষ ৬ হাজার জন ও ব্রাজিলে ৫৩ লক্ষ ১৩ হাজার জন কোভিডে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ১৪,৪২,৭২২ জনের প্রাণ কেড়েছে করোনা। যেখানে ১৬ লক্ষাধিক মনুষ সংক্রমিত হয়েছেন। সংক্রমণ সংখ্যায় এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরল, দিল্লি, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলেঙ্গানা
- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির চেয়ারপার্সন নির্বাচিত হলেন অপূর্ব চন্দ্র। ১৯৬৬ ব্যাচের মহারাষ্ট্র ক্যডারের আইএএস তিনি। ৩৫ বছর পর এই পদে বসলেন কোনো ভারতীয়।
বিবিধ
- মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে বর্তমানে এইচ ১বি এবং এন ১ ভিসা স্থগিত রয়েছে। কিন্তু এর ফলে মার্কিন সংস্থাগুলির অন্তত ১ লক্ষ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানাল সে দেশের একটি পর্যবেক্ষক সংস্থা। ১৫০০ কোটি টাকা ব্যয়ে আদিত্য বিড়লা ফ্যাশনের ৭.৮ শতাংশ শেয়ার কিনল ফ্লিপকার্ট।
খেলা
- কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হল। তাঁর করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তিনি সংকটমুক্ত বলে জানানো হয়েছে। এখন তাঁর বয়স ৬১ বছর। ১৩১টি টেস্ট ও ২২৫টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন। ভারতের প্রথম বিশ্বকাপ ক্রিকেট (প্রুডেনশিয়াল কাপ) জয়ী দলের অধিনায়ক তিনি।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল