কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জুন ২০২১

930
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়াল নামক জনপ্রিয় পর্যটন স্থানে জি-৭ শীর্ষ বৈঠকের অবসরে রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্বামী প্রিন্স ফিলিপের পর এই প্রথম কোনো কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিলেন রানী। তাঁর সঙ্গে ছিলেন সস্ত্রীক যুবরাজ চার্লস এবং সস্ত্রীক রাজকুমার উইলিয়াম। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গেও কথা হল তাঁর। ৯৫ বছরের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ব্রিটেনে বা মার্কিন মুলুকে এই নিয়ে ত্রয়োদশ মার্কিন রাষ্ট্রপতির সাক্ষাৎ হল।
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ৩৮ লক্ষ অতিক্রম করে গেল ( ৩৮,০৩,৩৬২)।  বিশ্বে সংক্রমিত হয়েছেন ১৭ কোটি ৬২ লক্ষ মানুষ। সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৬০ লক্ষ।
জাতীয়
  • দেশের প্রথম শহর হিসাবে রাজস্থানের বিকানীরে বাড়িতে গিয়ে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে।
  • দেশের যুদ্ধের ইতিহাস নথিবদ্ধ করা ও তা প্রকাশ করার সিদ্ধান্ত জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • এদিন দেশে ৮৪,৩৩২ জন করোনায় সংক্রমিত হলেন যা গত ৭০ দিনে সব থেকে কম।
  • কলকাতার মেয়ে দিব্যা চাড্ডা মানেক ব্রিটেনের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘অফিসার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পাচ্ছেন বলে জানানো হল। পঁয়ত্রিশ বছর বয়সি দিব্যা আঠারো বছর বয়সে ব্রিটেনে যান। সেখানকার সরকারি স্বাস্থ্য সংস্থায় তিনি করোনার প্রতিষেধক গবেষণায় অবদান রেখেছেন।
বিবিধ
  • ২০২১ সালে ‘আন্তর্জাতিক রিপোর্টিং’ বিভাগে পুলিৎজার পুরস্কার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত মেঘা রাজাগোপালন। ‘বাজফিড নিউজ’-এর সাংবাদিক মেঘা। উইঘুর মুসলিমদের অত্যাচারের ওপর সংবাদ সংগ্রহ করতে চিনে পৌঁছে গিয়েছিলেন মেঘা। তাঁর উদ্দেশ্য জানার পরই তাঁকে দেশ থেকে বার করে দেয় চিনা প্রশাসন। এরপর কাজাখস্তান গিয়ে তিনি সাক্ষাৎকার নেন সেইসব মানুষের। যারা চিনের ডিটেনশন ক্যাম্প থেকে পালিয়ে এসে রয়েছেন। সে কারণেই এই পুরস্কার পেলেন। অন্যদিকে ‘ট্যাম্মো বে টাইমস’-এর সাংবাদিক  ভারতীয় বংশোদ্ভূত নীল বেশিও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কার পেলেন।
  • ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৬০,৫০০ কোটি ডলার হল। এই প্রথম ৬০ হাজার কোটি ডলারের মাইল ফলক অতিক্রম করল এই ভাণ্ডার।
  • দেশের প্রথম জেলা হিসাবে রাজস্থানের শ্রীগঙ্গা নগরে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা পেরিয়ে গেল। চলতি বছরে দেশে ৪৮ বার দেশে পেট্রোপণ্যের দাম বেড়েছে ও চারবার কমেছে। গত সাত বছরে পেট্রোলে ২৫৮ শতাংশ ও ডিজেলে ৮২০ শতাংশ উৎপাদন শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
খেলা
  • ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। ফাইনালে তিনি হারালেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। এই নিয়ে পর-পর ছ’বার নতুন চ্যাম্পিয়ন পেল ফরাসি ওপেন। টানা ১২ ম্যাচ অপরাজিত আছেন বারবোরা। এটি তাঁর প্রথম গ্র্যান্ডস্ল্যাম।
  • ফরাসি ওপেনে পুরুষদের সেমিফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে জয়ী হলেন নোভাক জোকোভিচ। এই প্রথম ফরাসি ওপেনের সেমিফাইনালে হারলেন নাদাল। গত ষোলো বছরে নাদাল  এই খেতাব জিতেছেন এবং ১০৮টি ম্যাচ জিতে মাত্র তিনবার হেরেছেন। ২০০৯ সালে রবিন সোডারলিং এবং ২০১৫, ২০২১ সালো জোকোভিচের কাছে। এদিন নোভাক জিতলেন ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২ ফলে। তিনি ফাইনালে খেলবেন স্টেপানো চিচিপাসের বিরুদ্ধে।
  • সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ৬৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকা।