কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুন ২০২১

733
0
current affairs
Courtesy: EastMojo

আন্তর্জাতিক
  • পোলিও টিকা দিতে গিয়ে জঙ্গিদের গুলিতে‌ প্রাণ গেল পাঁচজন টিকাকরণ কর্মীর। আফগানিস্তানের খোয়ানি, সুরখরোদ ও জালালাবাদে একই দিনে প্রায় একই রকম ভাবে জঙ্গিদের গুলিতে এই ঘটনা ঘটেছে। তিন মাস আগে পালস পোলিয়ো‌ শিবির চলার সময় ইসলামিক স্টেট জঙ্গিদের গুলিতে তিনজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছিলেন। তখনও টিকাকরণ স্থগিত হয়ে যায়। এবারও টিকাকরণ শুরু হতেই হামলা চলল। এবারও স্থগিত হয়ে গেল টিকাকরণ। প্রসঙ্গত, পাকিস্তান ও  আফগানিস্তানে পোলিয়ো সংক্রমণের হার উদ্বেগজনক। ২০২০ সালেও ৫৪ জন নতুন করে সংক্রমিত হয়েছে আফগানিস্তানে।
  • দক্ষিণ চিন সাগরে সামরিক মহড়া চালাতে পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস রোনাল্ড রেগান পাঠাল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, জ-৭ জোটকে কটাক্ষ করে‌ একদিন আগেই চিন বলেছিল, ‘ছোট একটি জোট সারা বিশ্বকে চালাতে পারে না।’
জাতীয়
  • কেরল উপকূলে দুই মৎস্যজীবীকে হত্যা মামলা বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। ২০১২ সালের ওই মামলায় অভিযুক্ত ছিলেন‌ মাসিমিলিয়ানো লাতর ও সালভাদোর গিরান নামক দুজন ইতালীয় নাবিক। এর পর ইতালির আদালতে অভিযুক্তদের মামলা চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতালি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে বলেও জানানো হল।
  • লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের সম্মুখ সংঘর্ষের এক বছর পূর্ণ হল। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। তাঁদের অন্যতম সন্তোষ বাবু। এদিন সূর্যপেটে তাঁর মূর্তি প্রতিষ্ঠা করল তেলেঙ্গানা সরকার।
বিবিধ
  • ২০২১ সালের হজযাত্রা বাতিল করল সৌদি আরবের হজমন্ত্রক। প্রতিবছর ২৫ লক্ষ তীর্থযাত্রী হজ যাত্রা করে থাকেন। ২০১৯ সালে ভারত থেকে ১ লক্ষ ৭৫ হাজার তীর্থযাত্রী হজে‌ গিয়েছিল।
খেলা 
  • ২০২৪ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে উঠল ভারত। এদিন দোহায় আফগানিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ ড্র হল (১-১)। ‘ই’ গ্রুপে আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেল ভারত। ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে রয়েছে কাতার।
  • ইউরো কাপে পর্তুগাল ৩-০ গোলে জয়ী হল হাঙ্গেরির বিরুদ্ধে। জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোপা আমেরিকায় লিওনেল মেসি গোল করলেও আর্জেন্টিনা চিলি ম্যাচ ড্র হল (১-১)।