কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুন ২০২১

schedule
2021-06-19 | 07:55h
update
2021-06-19 | 15:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Telegraph

আন্তর্জাতিক
  • মুখোমুখি বৈঠকে বসলেন জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। জেনিভায় জেনিয়া হ্রদের তীরে একটি শতাব্দী প্রাচীন ভিলায় তাঁরা সাক্ষা্ৎ করলেন। রুশ বিদেশমন্ত্রী লাভরভ ও মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও অংশ নিলেন বৈঠকে।
  • ২০১৯ সালের ডিসেম্বর মাসে মার্কিন মুলুকে করোনা ভাইরাসের উপস্থিতি ছিল বলে সেখানকার ‘দ্য ন্যাশনাল ইন্সটিটিউট অব হেল্থ’-এর রিপোর্টে দাবি করা হয়েছে। এতদিন জানা ছিল ওই সময়ে কেবল চিনের উহানেই এই সংক্রমণ ছড়িয়ে ছিল।
  • লুয়াই সীমান্ত অতিক্রম করে মায়ানমার থেকে ভারতের মিজোরামে চাম্ফাই প্রদেশে আশ্রয় নিলেন ৯,২৫০ জন শরণার্থী। তাঁদের মধ্যে চিন  প্রদেশের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল লিগ অব ডেমোক্র্যাসির নেতা লিয়ান লুয়াইও রয়েছেন।
Advertisement

জাতীয়
  • অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম জেলায় থিগালামেত্তা অরণ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন মাওবাদীর মৃত্যু হল।
  • কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল মথুরার আদালত। উত্তরপ্রদেশের হাথরসে গত বছর ৪ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হলেও ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এদিনই গাজিয়াবাদ পুলিশ টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করল। কেন্দ্রীয় সরকারের নতুন আইনে‌ রক্ষাকবচ উঠে যাওয়ার পর এই প্রথম মামলা হল কোনো সামাজিক মাধ্যমের বিরুদ্ধে।
বিবিধ
  • প্রয়াত হলেন স্বাতীলেখা সেনগুপ্ত (৭১)। মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী স্বাতীলেখা সংগীত এবং যন্ত্রসংগীত উপস্থাপনায় দক্ষ ছিলেন। এলাহাবাদ প্রবাসী স্বাতীলেখা ১৯৭৯ সালে কলকাতায় এসে ‘নান্দীকার’ নাট্যসংস্থায় রোগ দেন। প্রথম নাটক ‘খড়ির গণ্ডী’। এরপর ‘আন্তিগোনে’, ‘নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র’, ‘মাধবী’, ‘নাচনী’ প্রভৃতি বহু নাটকে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। অসামান্য ভায়োলিন বাজাতেন। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘বেলাশেষে’ ছবিতেও নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। নির্দেশক-নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তাঁর স্বামী, অভিনেত্রী‌ সোহিনী সেনগুপ্ত তাঁর কন্যা। তিনি নাটকও লিখেছেন শিশুদের জন্য।
  • অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে ভেঙে সাতটি কর্পোরেট সংস্থা তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ১০০ শতাংশ মালিকানা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতেই।
খেলা
  • ৭ বছর পর খেলতে নামল ভারতের মহিলা ক্রিকেট দল। ব্রিস্টলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট খেলছে ভারত। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান করল ইংল্যান্ড।
  • ইউরোপে ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনের সময় টেবিলে রাখা কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘটনায় শেয়ার বাজারে ওই সংস্থার ২,৯৩২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানানো হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2024 - 04:17:50
Privacy-Data & cookie usage: