Site icon জীবিকা দিশারী

কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ জুন ২০২১

current affairs

Courtesy: Telegraph


আন্তর্জাতিক
জাতীয়
বিবিধ
  • প্রয়াত হলেন স্বাতীলেখা সেনগুপ্ত (৭১)। মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী স্বাতীলেখা সংগীত এবং যন্ত্রসংগীত উপস্থাপনায় দক্ষ ছিলেন। এলাহাবাদ প্রবাসী স্বাতীলেখা ১৯৭৯ সালে কলকাতায় এসে ‘নান্দীকার’ নাট্যসংস্থায় রোগ দেন। প্রথম নাটক ‘খড়ির গণ্ডী’। এরপর ‘আন্তিগোনে’, ‘নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র’, ‘মাধবী’, ‘নাচনী’ প্রভৃতি বহু নাটকে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। অসামান্য ভায়োলিন বাজাতেন। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘বেলাশেষে’ ছবিতেও নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। নির্দেশক-নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তাঁর স্বামী, অভিনেত্রী‌ সোহিনী সেনগুপ্ত তাঁর কন্যা। তিনি নাটকও লিখেছেন শিশুদের জন্য।
  • অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে ভেঙে সাতটি কর্পোরেট সংস্থা তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ১০০ শতাংশ মালিকানা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতেই।
খেলা
  • ৭ বছর পর খেলতে নামল ভারতের মহিলা ক্রিকেট দল। ব্রিস্টলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট খেলছে ভারত। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান করল ইংল্যান্ড।
  • ইউরোপে ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনের সময় টেবিলে রাখা কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ঘটনায় শেয়ার বাজারে ওই সংস্থার ২,৯৩২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানানো হল।
Exit mobile version