কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ জুন ২০২১

481
0
current affairs

আন্তর্জাতিক
  • করোনা ভাইরাসের নতুন একটি স্ট্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছর আগস্ট মাসে পেরুতে এটি প্রথমবার চিহ্নিত  হয়েছিল। এর নাম রাখা হয়েছে ‘ল্যাম্বডা’। ২৯টি দেশে এটি ছড়িয়ে পড়েছে ব্যাপক ভাবে। একে, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ‘হু’। এরই মধ্যে বিশ্বে ৩৮,৬০,৬৬০ জন করোনা ভাইরাসে প্রয়াত হয়েছেন।
  • ডোমিনিকার আদালত মেহুল চোক্সিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল। তিনি অবশ্য হাসপাতালে ভর্তি। ভারতে কয়েক হাজার কোটি টাকা আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত তিনি। গত ২৩ মে অ্যান্টিগা ও বারমুডা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় ডোমিনিকায়।
  • পুনরায় রাষ্ট্রসংঘের মহাসচিব নিযুক্ত হলেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তেনিও গুতেরেস। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।
জাতীয় 
  • দেশে ৭৩ দিন পর সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষের নিচে নামল। দেশে সংক্রমণের হার কমে হয়েছে ৩.২৪ শতাংশ।
  • ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করল পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
  • আইএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিও এদিন ঘোষণা করা হল।
বিবিধ
  • কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, জৈবপ্রযুক্তি, হাসপাতাল ব্যবস্থাপনার মতো বিষয়ে বাংলায় পাঠ্যবই মুদ্রণ করা হচ্ছে বলে জানাল পশ্চিমবঙ্গ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
  • গত বছর সুইস ব্যাঙ্কে ২০৭০০ কোটি টাকা গচ্ছিত রেখেছেন ভারতীয়রা। গত ১৩ বছরে তা  সর্বোচ্চ। ২০১৯ সালের তুলনায় তা ২৮৬ শতাংশ বেশি।
খেলা
  • মিলখা সিং (৯১) প্রয়াত হলেন। তাঁকে বলা হত উড়ন্ত শিখ। ১৯২৯ সালের ৩০ নভেম্বর গোবিন্দপুরা (অধুনা পাকিস্তানে) তাঁর জন্ম হয়। ১৯৫৮ সালের কমনওয়লস গেমসে (কার্ডিফে) প্রথম ভারতীয় হিসাবে সোনার পদক জিতেছিলেন মিলখা সিং। এশিয়ান গেমসে চারটি সোনার পদক পেয়েছিলেন তিনি (১৯৫৮ সালে ২০০ ও ৪০০মিটার দৌড়, ১৯৬২ সালে ৪০০ মিটার, ১ x৪০০ মিটার রিলে) । ১৯৬০ সালে রোম অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে সেকেন্ডের ভগ্নাংশে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল তাঁর। গত সপ্তাহেই প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন ভলিবল খেলোয়াড় নির্মলা কাউর। গল্ফ খেলোয়াড় জীব মিলখা সিং তাঁদের পুত্র। গত ২০ মে করোনায় সংক্রমিত হয়েছিলেন মিলখা সিং ও তাঁর স্ত্রী।
  • কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে হারাল ব্রাজিল। দেশের হয়ে‌ ৬৮টি গোল হয়ে গেল নেমারের। সামনে কেবল পেলে (৭৭)।