কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন ২০২১

925
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইরানে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ইব্রাহিম রাইসি। তিনি হাসান রৌহানির স্থলাভিষিক্ত হলেন। ৬০ বছর বয়সী রাইসি কট্টরপন্থী অতিরক্ষণশীল ধর্মীয় নেতা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের শিষ্য তিনি। ১৯৮৮ সালে ইরানের রাজনৈতিক বন্দিদের গণহত্যার বিতর্কিত রায় দিয়েছিলেন তিনি। তখন তাঁর ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ইরানের সরকারি সূত্র জানিয়েছে, ৬২ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।
  • রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মায়ানমার বিষয়ক প্রস্তাব পাশ হল। আঙ সাঙ সুকি সহ সব রাজনৈতিক বন্দির মুক্তি এবং গত নভেম্বরের নির্বাচনকে মান্যতাদানের দাবি রয়েছে ওই প্রস্তাবে। এগারোটি দেশ সমর্থন করেছে প্রস্তাবটি। একমাত্র বেলারুশ তার বিরোধিতা করেছে। ভারত, চিন, রাশিয়া এই প্রস্তাব সংক্রান্ত ভোটদানে বিরত ছিল।
জাতীয়
  • আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে দেশে কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে সতর্ক করলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (এইমস) ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হল ৭,৬০,০১৯ । পশ্চিমবঙ্গে এদিন ২,৪৮৬ জন সংক্রমিত হয়েছেন। এদিন করোনা সংক্রমণে প্রাণহানি হল গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের। পর-পর তিনবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
  • আগ্রার পরশ হাসপাতাল অক্সিজেন সরবরাহ বন্ধ রেখে মক ড্রিল চালানোয় ২২ জনের প্রাণহানি হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত চালিয়ে হাসপাতালটিতে ‘ক্লিন চিট’ দেওয়া হল। প্রসঙ্গত,  ঘটনার তদন্তে বিচার বিভাগীয় এবং অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
বিবিধ
  • কানাডার পাঠ্যবইতে ভারত ও ভারতীয়দের প্রতি বিদ্বেষমূলক ভ্রান্ত তত্ত্ব পড়ানো হচ্ছে বলে অভিযোগ করল টরেন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল।  কানাডার অন্টারিও প্রদেশের কিছু স্কুলের পাঠ্যসূচিতে ভারতের সাম্প্রতিক ঘটনা নিয়ে মিথ্যা ও তথ্যগতভাবে ভ্রান্ত প্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
খেলা
  • সাউদাম্পটনে বৃষ্টির জন্য নির্ধারিত সূচির একদিন পরে শুরু হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তিন উইকেটে ১৪৬ রান তুলল।
  • ব্রিস্টলেতে মেয়েদের টেস্ট ক্রিকেটে ভারত-ইংল্যান্ড ম্যাচ ড্র হল। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯৬ রান তুলেছিল ইংল্যান্ড। ভারত ২৩১ রান করার পর  ফলোঅন করানো হয়। দ্বিতীয় ইনিংসে ভারত ৮ উইকেটে ৩৪৪ রান করে। স্নেহরানা অপরাজিত ৮০ রান করলেন।
  • ইউরো কাপে জার্মানি ৪-০ গোলে জয়ী হল পর্তুগালের বিরুদ্ধে। কোপা আমেরিকা ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়ে দিল উরুগুয়েকে।
  • চণ্ডীগড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিলখা সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল।