আন্তর্জাতিক
- ব্রাজিলে করোনা ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করে গেল৷ ২১ কোটি ৪০ লক্ষ মানুষের এই দেশটিতে সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য রাষ্ট্রপতি জাইর বোলসোনারোর নীতির দিকে আঙুল উঠেছে৷ বিশ্বে করোনা সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যায় ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে৷ শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেখানে ৬ লক্ষ ১৭ হাজার জনের প্রাণহানি হয়েছে৷ ভারতের স্থান তৃতীয়৷ সেখানে করোনা ৩ লক্ষ ৮৬ হাজার মানুষের প্রাণ কেড়েছে৷
- মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক বাহিনীর কাজে পাকিস্তানের সেনা ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না বলে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ২০০৪ সাল থেকে পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানে সন্ত্রাস প্রতিরোধের অভিযান চালিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ প্রায় এক দশক সে তথ্য গোপন ছিল৷
জাতীয়
- দুই সন্তান নীতি চালু করল অসম৷ দুটির বেশি সন্তান থাকলে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না বলে জানালেন সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
- গোবর চুরির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন জনৈক কামহান সিং কানোয়ার৷ ছত্রিশগড়ের কোরবা জেলায় তিনি ১৬০০ টাকা মূল্যের ৮০০ কেজি গোবর চুরির অভিযোগ করেছেন৷
বিবিধ
- আইসিএসই-র দশম শ্রেণির এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির চূড়ান্ত মূল্যায়ণের রূপরেখা প্রকাশ করল সিআইএসসিই বোর্ড৷ এক্ষেত্রে পরীক্ষার্থী যে প্রতিষ্ঠানের ছাত্র সেখানকার শেষ ৬ বছরের ফলাফলকেও গুরুত্ব দেওয়া হচ্ছে৷
খেলা
- সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম ইনিংস শেষ হল ২১৭ রানে৷ জবাবে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০১ রান৷ ৫ উইকেট পেলেন কাইল জেমিশন৷ ৮ টেস্টে ৪৪ উইকেট সংগ্রহ করে তিনি কিউয়িদের ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন৷ তিনি জ্যাক কোয়ির নজিরর ভাঙলেন৷ ঘটনাচক্রে দিনটি ছিল ভারতের ক্রিকেটে একটি উজ্জ্বল দিন৷ ২৫ বছর আগে এই দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং ১০ বছর আগে বিরাট কোহলির টেস্টে অভিষেক হয়েছিল৷
- ফর্মুলা ওয়ান ফরাসি ওপেন গ্রাঁ প্রি-তে চ্যাম্পিয়ন হলেন মার্ক ভারস্টাপেন৷