রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেন ইরানের নতুন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। তবে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে তিনি আদৌ কোনো বৈঠকে রাজি নন বলে জানিয়েছেন রাইসি। ইরান বিতর্কিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে যাবে না বলেও জানালেন তিনি। নতুন রাষ্ট্রপতির রণং দেহি মেজাজে শান্তি প্রতিষ্ঠা বিশ বাঁও জলে চলে গেল বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানে মহিলাদের ওপর নিগ্রহ বাড়ার কারণ হিসাবে পাক প্রধানমন্ত্রী মহিলাদেরই দায়ী করলেন। মহিলাদের খোলামেলা পোশাকের জন্য নিগ্রহ ঘটছে বলে দাবি করলেন তিনি। এর আগেও ইমরান অনুরূপ মন্তব্য করেছিলেন। সেবার প্রতিবাদের ঝড় উঠেছিল। তীব্র সমালোচনা করেন তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও।
জাতীয়
দেশে এদিন ৮৫ লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়া হল। এর আগে গত ২ এপ্রিল সর্বোচ্চ ৪২ লক্ষ মানুষ ভারতে একদিনে করোনার প্রতিষেধক নিয়েছিলেন। এদিন ৫,৩২,৫৬২ জন নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যা গত ৮৮ দিনে সর্বনিম্ন। এদিকে করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এ বারও অমরনাথ যাত্রা বন্ধ রাখা হল। কামাক্ষ্যার অম্বুবাচী মেলাও বন্ধ রাখা হল এই বছর।
২০০৫ সালে বেঙ্গালুরুর আইআইএসে জঙ্গি হানার সূত্রে ২০১৭ সালে ধৃত মহম্মদ হাবিবকে প্রমাণের অভাবে মুক্তি দিল বেঙ্গালুরুর বিশেষ এনআইএ আদালত।
বিবিধ
পালিত হল বিশ্ব যোগ দিবস। এদিন ‘এম যোগা’ নামের একটি মোবাইল অ্যাপ চালুর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বত্রিশ হাজার শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, আপার প্রাইমারিতে চোদ্দ হাজারের মতো শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য টেট মামলায় আদালতের রায় মতো ইন্টারভিউয়ের নতুন মেধাতালিকাও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
খেলা
ইউরো কাপে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে দিল অস্ট্রিয়া। তারা পৌঁছল প্রি-কোয়ার্টার ফাইনালে। এই প্রথমবার অস্ট্রিয়া ইউরো কাপের নক আউট পর্বে পৌঁছল। বৃষ্টিতে ভেস্তে গেল সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে করার সিদ্ধান্ত ঠিক নয় বলে মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসন।