কারেন্ট অ্যাফেয়ার্স ২১ এপ্রিল ২০২৪

185
0
Current Affairs 21st April

আন্তর্জাতিক
  • সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মহম্মদ হাছান মাহমুদ। এদিন তিনি ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করলেন এই বৈঠকে তিনি দ্বর্থহীন ভাষায় একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন। এরপর তিনি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রথম কোন বিদেশীর বই নেভারল্যান্ড জিরো আওয়ার এর উদ্বোধন করলেন। এই বইটি লিখেছেন ভারতের রিতা চৌধুরী।
  • মলদ্বীপের সংসদে পুনরায় সংখ্যাগরিষ্ঠতা পেল বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর দল। ,৮৬টির মধ্যে ওই দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৬৬টি আসনে। প্রসঙ্গত, এই দল বরাবরই চীনপন্থী হিসেবে স্বীকৃত।
জাতীয়
  • পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টকে পরিষেবা কর দিতেই হবে বলে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। এই সংস্থা দেশের বিভিন্ন অংশে যোগ শিবিরের আয়োজন করত। এই শিবিরে যোগদানের জন্য শিক্ষার্থীদের থেকে অর্থ নেওয়া হতো কিন্তু তার বিনিময়ে সরকারকে কোন পরিষেবা কর দেয়নি সংস্থাটি। এই বিষয়ে ট্রাইব্যুনালের রায়কেই বহাল রাখল সর্বোচ্চ আদালত।
  • পাঞ্জাবের পাতিয়ালায় কৃষকদের লাগাতার ধরনা পঞ্চম দিনে পড়ল। এই ঘটনায় বাতিল করতে হয়েছে ৭৩ টি ট্রেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে।
  • ছত্রিশগড় আবগারি কেলেঙ্কারি মামলায় ছত্রিশগড়ের অবসরপ্রাপ্ত আমলা অনিল টুটেজাকে গ্রেফতার করল ই ডি। এই মামলায় দুই হাজার কোটি টাকা তছররূপের অভিযোগ উঠেছে।
খেলা
  • স্পেনে আয়োজিত এরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের প্রতিযোগী তরুণ তিনি ফাইনালে হারিয়ে দিলেন ভারতের ই সুকান্ত পদমকে।
  • আসন্ন প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন ভারতের অক্ষদ্বীপ সিং এবং প্রিয়াঙ্কা গোস্বামী। তুরস্কে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক দলগত হাঁটা প্রতিযোগিতায় তারা ১৮ তম ক্রম পেয়েছে। এর ফলে তাঁরা সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন। এই ভারতীয় জুটি ৪২.১৯৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন তিন ঘন্টা ০৫.০৩ সেকেন্ডে।
বিবিধ
  • বিরল ঘটনার সাক্ষী হলেন জিনাত ওয়াহিদ। তিনি একইসঙ্গে ছটি সন্তানের জন্ম দিয়েছেন। পাকিস্তানে রাওয়ালপিন্ডির ২৭ বছরের মহিলা জিনাত এবং তাঁর ছয়  সন্তান সকলেই সুস্থ আছেন। চিকিৎসাবিদেরা জানিয়েছেন, প্রতি পঁয়তাল্লিশ লক্ষ প্রসবের মধ্যে এমন ঘটনা একবার করতে পারে।
  • ২০২৩,২৪ অর্থবর্ষে দেশে প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ১৯.৫৮ লক্ষ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার থেকে বেশি।