কারেন্ট অ্যাফেয়ার্স ২১ অগস্ট ২০২৪

110
0
Current Affairs 21st August

আন্তর্জাতিক
  • বাংলাদেশ সাম্প্রতিক কালে আন্দোলনরত ছাত্রদের একাংশের দাবি ছিল সকল ছাত্র-ছাত্রীকে পরীক্ষায় পাস করিয়ে দিতে হবে। যদিও সিংহভাগ ছাত্র-ছাত্রী চাইছিল নির্দিষ্ট সময়েই হায়ার সেকেন্ডারি পরীক্ষা সম্পন্ন হোক। শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা সম্ভব কিনা সেই প্রশ্নে ২০২৪ সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল করে দিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে গত পাঁচ আগস্ট ঢাকা ত্যাগ করার পর সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে বাংলাদেশের আদালতে। তাঁর বিরুদ্ধে মোট ৩৫টি মামলা দায়ের করা হল। এর মধ্যে ২৯টি খুনের অভিযোগে, একটি গণহত্যা, একটি অপহরণ এবং গুলি করার অভিযোগে আরও চারটি মামলা করা হয়েছে।
 জাতীয়
  • দুদিনের পোল্যান্ড সফরে এদিন পোল্যান্ডের রাজধানী ওয়ারাস-এ পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫ বছর পরে ভারতের কোনো প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে গেলে। এখান থেকে তিনি যাবেন ইউক্রেনে। ৩০ বছর পরে ভারতের কোন প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন।
  • অন্ধ্রপ্রদেশে ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৪১ জন। অন্ধ্রপ্রদেশে আনাকাপাল্লি জেলার অচ্যুতপুরমের স্পেশ্যাল ইকনমিক জোনে এই বিস্ফোরণ ঘটে।
খেলা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন জার্মানির অন্যতম শ্রেষ্ঠ গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার। ৩৮ বছরের এই তারকা ফুটবলার ২০০৯ সাল থেকে দেশের হয়ে খেলছেন। তিনি ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি এবং সেবার পেয়েছিলেন শ্রেষ্ঠ গোলরক্ষকের সোনার গ্লাভস পুরস্কার।
  • ১৩৩ তম ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে লাজং এফসি দলের কাছে ২-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।
বিবিধ
  • নির্ধারিত সূচি মেনে ২০২১ সালে জনগণনার কাজ সম্পন্ন করা যায়নি কোভিড সংক্রমনের কারণে। অবশেষে ২০২৪ সালে সেপ্টেম্বর মাস থেকে তা শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জনগণনার কাজ শেষ হতে অন্তত ১৮ মাস সময় লাগে।